দেখ দেখ রাধা মাধব সঙ্গ।
দুহুঁ দুহুঁ মিলনে আনন্দ বাঢ়ল মনে
দুহুঁ মনে উদিত অনঙ্গ।।
দুহঁ কর পরশিতে সপুলক দোঁহে তনু
দুহুঁ দুহুঁ আধ আধ বোল।
কিঙ্কিণী নূপুর বলয় মণি-ভূষণ
মঞ্জীর-ধ্বনি উতরোল।।
রাই-কানু-আলিঙ্গম নীলমণি-কাঞ্চন
হেরইতে লোচন ভোর।
আবেশে অবশ দুহুঁ তনু ভেল আকুল
জলধরে বিজুরী উজোর।।
ঘন ঘন চুম্বনে দুহুঁ মুখ দরশনে
মন্দ মধুর মৃদু হাস।
শ্যাম তমাল কনক লতা বেঢ়ল
নিছনি গোবিন্দদাস।।