নব রতিপতি নব পরিমল নাগর নব মলয়ানিল ধার।
নবি নাগরি নব নাগর বিলসএ পুন কলে সবে সবে পার।
মানিনি অব কি মান তোহার।
অপন মান পাবক ভএ পইসল লুলএ মন ভণ্ডার।
এতদিন মান ভলেহুঁঁ তোহেঁ রাখল পঞ্চবান ছল থোল।
অবে অনঙ্গ হে সরীরী দেখিঅ সময় পায় কী বোল।
বিদ্যাপতি কহ কে বসন্তসহ মুনিহুঁক মন হী লোভে
লখিমা দেবিপতি রূপনরাএণ ষটঋতু সবে রস সোভে