নব রে নব রে নব দোঁহাকার প্রেম।
দোঁহার পিরীতি খানি অতি অনুপাম।।
রাধাকুণ্ড তীরে আজু দোঁহার মিলন।
হেরি হেরি সখীগণ আনন্দে মগন।।
সখী সঙ্গে দুহুঁ জনে হেরিয়া বিভোর।
(প্রেমে) ডুবল নরোত্তম না পাইল ওর।।