না জানি কি জানি মোর ভেল।
ভাবিতে গৌরাঙ্গ গুণ তনু মোর গেল।।
গোরাগুণ সোঙরিয়া কাঁদে বৃক্ষলতা।
গুণ সোঙারিয়া কাঁদে বনের দেবতা।।
গোরা গুণ সোঙরিয়া গলয়ে পাথরে।
গুণ সোঙারিয়া কেহ নাহি রয় ঘরে।।
বাসুদেব ঘোষ গুণ সোঙারিয়া কাঁদে।
পশু পাখী কাঁদে গুণে স্থির নাহি বাঁধে।।