না দেখিয়ে রথ আর না দেখিয়ে ধূল।
নিচয়ে জানিলুঁ মোহে বিধি প্রতিকূল।।
কহি ভেল মুরছিত রাই ভূমিতলে।
শ্বাস-রহিত দেখি সখি করু কোলে।।
উচ-সরে কান্দি কহে ওহে রাই প্রাণ।
শ্রবণে ঐছে কোই কহে ঘনশ্যাম।।
কোই কোই করতহিঁ হৃদি শির ঘাত।
কোই কোই কহ কিয়ে বজর নিপাত।।
তৈখনে যৈছন বিরহ-সম্বাদ।
রাধামোহন পহু রস-মরিযাদ।।