নিকড়ে নাগরবর তুমি সে আমার।
নিকাড়িয়া দাসী ভাল আমি সে তোমার।।
নিকড়ে বাঁশের বাঁশী থাকে তোমার মুখে।
নিকড়ে রাধার নাম ঘন ঘন ডাকে।।
নিকড়িয়া মুখে তোমার নিকড়িয়া হাসি।
কড়িয়া কাঁখের কুম্ভ জলে গেল ভাসি।।
নিকড়ে গোবিন্দদাসের পদ নিকড়িয়া।
যেবা গায় যেবা শুনে সেই নিকড়িয়া।।