নিবেদন বলি তোর হুজুরে রে, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।।
বন্ধুরে, হিদ্রে আছে ছয়জন,জোগাইতে না পারি মন,
হামেশা বিবাদ মোর সনে।
আমি তাদের সঙ্গ ছাড়ি আমারে না দেয় ছুড়ি’
না জানি কি বা তাদের মনে।
রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।।
বন্ধুরে প্রেমরোগী যেই হয় সে কি সুখে ঘরে রয়
সর্বাঙ্গ শোষিয়া পড়ের ঘাম।
হিদ্রে প্রেমের পীড়া যায় ফরামুসি নাই তার,
জোগায় মনে সদায় জপের নাম।
রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।।
বন্ধুরে, জালের জঞ্জাল যতো তাহা বা কইমু কতো
ছাড়াইলে না ছাড়ের কুনু মতে।
কুব্জা রাণীর কুমন্ত্রণায় দেশে র’না হইল দায়
আমি নারী না পারি আর বঞ্চিতে ।
রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।।
বন্ধুরে, ননদীর বিষম জ্বালা, সদায় রাখে মুখ কালা —
হামেশা গুঞ্জরে শ্বশুরাণী।
শ্বশুর বসিয়া থাকে ভাশুর অতি ক্রুদ্ধ রাখে,
দেওরায় লইয়া করে টানাটানি।
রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে ।।
বন্ধুরে, ফকির আচনে কয়, হেন মোর মনে লয়
চল্লিশা নি ছয়-ষট্টিয়ে মিলায়।
স্বরের সঙ্গে যুক্তি করি’ তির্পুণ্যিতে দিশা ধরি’
কাল ভুজুঙ্গী ডরে ভাগি যায়।
রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।।