নীরদ নীল নয়ন নিন্দি নীরজ
নীকে নেহারণি ছন্দ।
নিরখিতে নিয়ড়ে নিতম্বিনি নীচল
নিকসত নীবি-নিবন্ধ।।
নাচত নন্দ-নন্দন নট-রাজ।
নাগরি-নারি-নগরি নব-নাগরি
নিরুপম নটিনি-সমাজ।।
নলিনী-নাহ-নন্দিনি-নদি নীকট
নীপ-নিকুঞ্জ-নিবাসি।
নিতি নব-যৌবনি-নিধুবনে নন্দিত
নিভৃত নিবাদন বাঁশি।।
নামহি নারি নিকেতনে না রহু
নৌতুন-নেহ-বিলাস।
নিন্দহুঁ নিজ নিজ নাহ না হেরয়ে
নিয়মিত গোবিন্দদাস।।