নীল কলেবর পীত বসন ধর
চন্দন তিলক ধবলা।
সামর মেঘ সৌদামিনি মণ্ডিত
তথিহি উদিত সসিকলা।।
হরি হরি অনতয় জনু পরচার।
সপনে মোএ দেখল নন্দকুমার।।
পুরুব দেখল পয় সপনে ন দেখিঅ
ঐসনি ন করবি বুধা।
রস সিঙ্গার পার কে পাওত
অমোল মনোভব সিধা।।
ভনই বিদ্যাপতি অরে বর জৌবতি
জানল সকল মরমে ।
সিবসিংঘ রায় তোরা মন জাগল
কাহ্ন কাহ্ন করসি ভরমে।।