পঞ্চ বদন হর ভসমে ধবলা।
তীনি নয়ন এক বরএ অনলা।।
দুঃখে বোলএ ভবানী।
জগত ভিখারী হম মিলল সামী।।
বিসধর ভূসন দিগ পরিধানা।
বিনু বিত্তে ইসর নাম উগনা।।
ভনই বিদ্যাপতি সুনহ ভবানী।
হর নহি নিধন জগত সামী।।
পঞ্চ বদন হর ভসমে ধবলা।
তীনি নয়ন এক বরএ অনলা।।
দুঃখে বোলএ ভবানী।
জগত ভিখারী হম মিলল সামী।।
বিসধর ভূসন দিগ পরিধানা।
বিনু বিত্তে ইসর নাম উগনা।।
ভনই বিদ্যাপতি সুনহ ভবানী।
হর নহি নিধন জগত সামী।।