পরসে বুঝল তনু সিরিসক ফুল।
বদনে সুসৌরভ সরসিজ তূল।।
মধুর বানি সরে কোকিল সাদ।
পিউল অধর মুখ অমিয় সবাদ।
সুন্দরি বূঝ তোহর বিবেক।
চাবি জেঁওল ভরি ভূখল এক।।
বাসর দেখহি ন পারিঅ সূর।
দুতিক বচনে অএলাহুঁ এত দূর।।
পওলহ সীতল পানি বিসেখি।
হরহ পিয়াস কি করবহ দেখি।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
নয়নক আতুর রহল মুরারি।।