পহিলহি রাধা মাধব ভেট।
চকিতহি চাহি বয়ন করু হেট।।
অনুনয় কাকু করতহি কাহ্ন।
নবীন রমনি ধনি রস নহি জান।।
হেরি হরি নাগর পুলকিত ভেল।
কাঁপি উঠু তনু, সেদ বহি গেল।।
অথির মাধব ধরু রাহিক হাথ।
করে কর বাধি ধর ধনি মাথ।।
ভনই বিদ্যাপতি নহি মন আন।
রাজা সিবসিংঘ লখিমা পরমান।।