প্রভাত কালের কাক কোকিল ডাকিল
দেখিয়া রজনী শেষ।
উঠিয়া নাগর তুরিতে গেল যে
বাঁধিতে বাঁধিতে কেশ।।
সই, তোরে সে বলি যে কথা।
সে বঁধু কালিয়া না গেল বলিয়া
মরমে রহল ব্যথা।।
রহিয়া আলিসে ঠেসনা বলিসে
ঢুলু ঢুলু দুটি আঁখি।
রসনে বসনে বদল হয়েছে
এখন উঠিয়া দেখি।।
ঘরে মোর বাদী শাশুড়ী নননী
মিছা করে পরিবাদ।
ইহাতে এমন করিব কেমন
কি হৈল পরমাদ।।
চণ্ডীদাস কহে মনের আহ্লাদে
শুনহে রসিক জন।
সদা জ্বালা যার তবে সে তাহার
মিলয়ে পিরিতি ধন ।।