প্রেমে ঢল ঢল নয়ন কমল

প্রেমে ঢল ঢল নয়ন কমল
প্রেমময়ী ধনী রাই।
শ্যামচাঁদ মালা জপিতে জপিতে
আনন্দে চলিয়া যাই।।
রাই বলে শুন ”রসিয়া বড়াই
কত দূর মধুপুর।
নয়ান ভরিয়া তাকে দেখি গিয়া
তবে মনোরথ পূর।।”
হাসিয়া বড়াই কহিছে দড়াই
”ও পারে দানের কাজ।
তোমার কারণে বলে আন ছলে
আছয়ে রসিকরাজ ।।”
ক্ষণে বলে রাধা ক্ষণে করে বাধা
”তা সনে কিসের কাজ।
কেবা জানে তারে দানী বসিয়াছে
এই রাজপথ মাঝ।।
আমরা কংসের যোগানী হইয়ে
তারে বা কিসের ডর।”
চণ্ডীদাস বলে গিয়ে মিল রাধে
সে হরি রসিকবর।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ