বদন চাঁদ তোর নয়ন চকোর মোর
রূপ অমিঅরস পীবে।
অধর মধুরি ফুল পিয়া মধুকর তুল
বিনু মধু কত খন জীবে।।
মানিনি মন তোর গঢ়ল পসানে।
ককে ন রভসে হসি কিছু ন উতর দেসি
সুখে জাও নিসি অবসানে।।
পর মুখে ন সুনসি নিঅ মনে ন গুনসি
ন বুঝসি ছইলারী বানী।
অপন অপন কাজ কহইত অধিক লাজ
অরথিত আদর হানী।।
কবি ভন বিদ্যাপতি অরেরে সুনু জুবতি
নেহ নুতন ভেল মানে।
লখিমা দেই পতি সিব সিংঘ নরপতি
রূপ নরায়ন জানে।।