বদন হেরিয়া গদ গদ হৈয়া
কহে বিনোদিনী রাই।
শুনলো স্বজনি হেন মনে গণি
আন ছলে পথে যাই।।
হেরি শ্যামরূপ নয়ন ভরিয়া
আঁখির নিমিষ নয়।
এক আছে দোষ গুরুজন রোষ
তাহাই বাসিয়ে ভয়।।
আঁখির পুতলি তারার মণি
যেমন খসিয়া পড়ে।
শিরীষ কুসুম জিনিয়া কোমল
পাছে বা গলিয়া পড়ে।।
ননীর অধিক শরীর কোমল
বিষম ভানুর তাপে।
জানি বা ও অঙ্গ গলি পানী হয়
ভয়ে সদা তনু কাঁপে
কেমন যশোদা নন্দ ঘোষ পিতা
হেনক সম্পদ ছাড়ি।
কেমনে হৃদয় ধরিয়া আছয়
এই ত বিষম বড়ি।।
ছারে খারে যাক্ এ সব সম্পদ
অনলে পুড়িয়া যাকু।
এ হেন ছাওয়ালে ধেনু নিয়োজিয়া
পায় কত সুখ পাকু।
চণ্ডীদাস বলে শুন ধনি রাধা
সকল গুপত মানি।
কোন কোন ছলা জিসের কারণে
আমি সে সকল জানি।।