বন্ধের লাগিয়া ফিরি, করি অন্বেষণ, কেবল প্রেমের কারণ।
কামানলে অঙ্গ জ্বলে না যায় সহন। বিরহিনী হৈয়া ফিরি ব্যাকুল মন।।
নগরে বাজারে ফিরি প্রতি ঘরেঘর। বিচ্ছেদের আনলে মোর শোষিল পাঞ্জর।।
রসিক বন্ধুয়া তুই জগতে রুশন। প্রেম শোকী হইয়া ফিরি দেও দরশন।।
তোর প্রেমে তুষ্ট যত প্রেমিকের মন। আনন্দিত তোর প্রেমে জগত ভুবন।।
একারূপে প্রেম খেলা না যায় খেলন। তে কারণে মোহাম্মদ করিলা সৃজন।।
বেমিমেতে ছিলেন নবি পূর্বেতে যখন । মিম মিশাইয়া কইল প্রেমের আলাপন।।
আহাদ হইতে হইল আহাম্মদ রঙ্গ। মদনেতে উথলিল প্রেমের তরঙ্গ।।
প্রেমানলে প্রকাশিত হইল আরস। জবরুতে ঘোরে ফিরে প্রেমের মায়ারস।।
জগত সয়াল জুড়ি প্রেমের আনল। মদনেতে মত্ত হইল প্রেমিক সকল।।
শিতালং ফকিরে কহে না হইল মিলন। প্রেমের অনল মোর জ্বলে অনুক্ষণ।।