বারিস জামিনি কোমল কামিনি
দারুন অতি আঁধিআর।
পথ নিসাচর সহসে সঞ্চর
ঘন পর জলধার।।
মাধব প্রথম নেহে সে ভীতি।
গএ অপনহি সেঅ বিলোকিঅ
করিঅ তৈসনি রীতি।।
অতি ভয়াউনি আঁতর জউনি
কইসে আউতি পার।
সুরতরস- সুচেতন বালভু
তা পতি সবে অসার।।
এত শুনি মন বিমুখ সুমুখী
তোহ মনে নহি লাজ।
কতএ দেখল মধু অপনে জা
মধুপগণ সমাজ।।