বুঝহি ন পারলি পরিণতি তোরি।
অধরে ওললএ বাটট কাটারি।।
ফল পাওল কএ তোহসনি সীট।
কএলহ হাতী বাসক বীট।।
মঞে জানলি অনুরাগিনি মোরি।।
ওল্ বধির হতি হৃদয় সঁগ চোরি।।
নিরজন জানি কএল তুঅ কান।
গুপুত রহল নহি জানত আন।।
সবতহু ভেটী কএলহ বোল।
দুরজন বচনে বজওলহ ঢোল।।
বিদ্যাপতি তা জীবন সার।
জে পরদেসে লুকাবএ পার।।