বৃন্দা-বিপিনহিঁ সব দ্বিজ-কূল।
কূজয়ে চৌদিশে হোই আকুল।।
শারি শুক তহিঁ কোকিল মেলি।
কপোত ফুকারত অলিকুল কেলি।।
মউর-মউরি-ধ্বনি শুনিতে রসাল।
বানরি-রব তহিঁ অতি সুবিশাল।।
ঐছন শবদ ভেল বন মাহ।
জাগল দুহুঁ জন নাগরি নাহ।।
আলসে দুহুঁ-তনু দুহুঁ নাহি তেজে।
শুতি রহল পুন কিশলয়-শেজে।।
পুনহি ফুকারই শারি সুকীর।
ঐছন যৈছে সুধা-রস গীর।।
কব বলরাম শুনব তহি শ্রবণে।
রাধামাধব হেরব নয়নে।।