বৈষ্ণব গোসাঞি বিনে আর কেহু নাই।
চৌদ্দ ভুবনের সার বৈষ্ণব গোঁসাঞি।।
তাহা বিনে কে তরিবে এ পতিত জনে।
পতিতেরে কর দয়া হইয়ে করুণে।।
আমি তো পামর মতি অতি দুরাচার।
মো অধমে দয়া যদি কর একবার।।
তবে সে দেখিয়ে ভাল নহে প্রাণ গেল।
হাহা প্রভু দয়া (ময়) কি গতি হইল।।
কেনে মহাপ্রভু মোরে হৈল নৈরাশ।
উচ্চস্বরে কান্দে সদা নরোত্তম দাস।।