বড় সুখ সার পাওল তুঅ তীরে।
ছোড়ইত নিকট নয়ন বহ নীরে।।
করজোরি বিনমওঁ বিমল তরঙ্গে।
পুন দরসন হোএ পুনমতি গঙ্গে।।
এক অপরাধ ছেমব মোর জানী।
পরসল মাএ পাএ তুঅ পানী।।
কি করব জপ-তপ জোগ ধেআনে।
জনম কৃতারথ একহি সনানে।।
ভনই বিদ্যাপতি সমদওঁ তোহী।
অন্ত কাল জনু বিসরহ মোহী।।