ভাল হইল আইলা গোপী দেখ বনশোভা।
ঘরে যাঞা নিজ নিজ পতি কর সেবা।।
দুরজন চোর যদি হয় নিজ পতি।
তাহা ছাড়ি রমণীর নাহি কোন গতি।।
কানুর এতেক বাণী শুনি সব গোপী।
অধোমুখ হইয়া চরণে লিখে ক্ষিতি।।
খঞ্জননয়নে সুরধুনিধারা বয়।
ধর্ম্ম তোমাতে রহ গোপীগণে কয়।।
করিব অধর-পান মনে মনে রুখে।
পতিব্রতা ধর্ম্মটীকা শিখাও কাহাকে।।
পত্নীর পরম গতি তুমি অভিরাম।
তুমি না থাকিলে পতি অগতি প্রমাণ।।
কত কত পদুমিনি গায়ত মধুকর ধর স্মৃতিভাস।
পদুমিনি গায়ত মুগধল গোবিন্দদাস।।