ভাল শোভা ময়ূরের পাখে।
চূড়ায় বকুলমাল অলি লাখে লাখে।
উজলি ভাণ্ডীর তল বসিয়াছে কানু।
শ্রীদাম করে পদসেবা সুবল রাখে ধেনু।।
পত্রে ছত্র করি ধরে ভায়্যা বলরাম।
বসনে বীজন করে প্রিয় বসুদাম।।
কেহো নাচে কেহো গায় কানাই বলি ডাকে।
অনিমিখ হঞা কেহো চান্দমুখ দেখে।।
ধবলী শ্যামলী রহে মুখ পানে চাঞা।
মন্দ মন্দ বায়ে কানাইর উড়িছে বরিহা।।
কেহো জল কেহো ফল আনিঞা জোগায়।
বসু রামানন্দ দাস আনুগতি চায়।।