“ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে।
প্রভাতে দেখিলুঁ মুখ দিন যাবে ভালে।।
বঁধু তোমারে বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ-মুখ চাই।।ধ্রু।।
আই আই পড়েছে মুখে কাজরের আভা।
ভালে সে সিন্দূর-দাগ মুনি মনোলোভা।।
খর-নখ-দশনে অঙ্গ জরজর।
কিবা সে কঙ্কণ-দাগ হিয়ার উপর।।
নীলপাটের শাটী কোঁচার বলনি।
রমণী-রমণ হৈয়া বঞ্চিলা রজনী।।
সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে।
এখন কহ মনের কথা আইলে কোন্‌ কাজে।।
চারিদিকে চায় নাগর আঁচলে মুখ মুছে।”
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে।।