মধু রজনী সঙ্গহি খেপবি
কত কতি ছলি আস।
বিহি বিপারিতে সবে বিঘটল
বহু রিপু জন হাস।।
হে সুন্দরি কান্ত ন বুঝ বিসেখ।
পিসুন বচনে উচিত বিসরি
অপদহো নিরপেখ।।
কত গুরুজন কত পরিজন
কত পহরী জাগ।
এতহু সাহসে মঞে চলি অইলিহু
যে হেন ছল অনুরাগ।।