মরণকালে, মরণকালে রে কে আছে তোমার।
যেদিন ছেড়ে যাবে ও পাষাণ মন প্রেমময়ের এ সংসার।।
যেদিন আসবে শমন করবে গমন ভাই বন্ধু পরিবার।
কেউনি মন আর রাখবে তোরে করবে সবে ঘরের বার।।
মন রে ভবেতে পাঠাইল যে জন করিতে বেপার।।
কিবা মহামন্ত্রে ভুলে ছাড়িলে তার কারবার।।
মন রে চেয়ে দেখ দুদিনের তরে এ ভব সংসার।
কত রাজা বাদশা গেল চলে গেল কত জমিদার।।
মন রে পরকালের উপায় কর ছাড় হাহাকার।।
কেবল আঁখি বুঝি দেখবে ও মন দেখবে রে সব অন্ধকার।।
মন রে আসল ধন হারাইয়া তুমি নকল কইলে সার।
দিন থাকিতে বল হরি রিয়াছত কয় রে মন আমার।।