মরম কহিতে ধরম না রয়
নাহি বেদবিধি রস।
সতী যে হইবে আগুনি খাইবে
না হবে অন্যের বশ।।
যে জন যুবতী কুলবতী সতী
সুশীল সুমতি যার।
হৃদয়-মাঝারে নায়ক লুকায়ে
ভবনদী হয় পার।।
কুলটা হইবে কুল না ছাড়িবে
কলঙ্কে ভাসিবে নিতি।
পাইয়া কাম রতি হবে অন্য পতি
তাহাতে বলাব সতী।।
স্নান না করিব জল না ছুইব
এলাইয়া মাথার কেশ।
সমুদ্রে পশিব নীরে না তিতিব
নাহি সুখ দুখ ক্লেশ।।
রজনী দিবসে হর পরবশে
স্বপনে রাখিব লেহা।
একত্র থাকিব নাহি পরশিব
ভাবিনী ভাবের দেহা।।
অন্যের পরশে সিনান করিব
তবে সে রীতি সাজে।
কহে চণ্ডীদাস এ বড় উল্লাস
থাকিব যুবতীমাঝে।।