মাধব তোঁহে জনু জাহ বিদেসে।
হমরো রঙ্গ রভস লএ জৈবহ
লৈবহ কৌন সনেসে।।
বনহিঁ গমন করু হোএতি দোসর মতি
বিসরি জাএব পতি মোরা।
হীরা মনি মানিক একো নহি মাঁগব
ফেরি মাঁগব পহু তোরা।।
জখন গমন করু নয়ন নীর ভরু
দেখিও নি ভেল পহু তোরা।
একহি নগর বসি পহু ভেল পরবস
কইসে পুরত মন মোরা।।
পহু সঙ্গ কামিনী বহুত সোহাগিনী
চন্দ্র নিকট জইসে তারা।
ভনহি বিদ্যাপতি সুনু বর জৌমতি
অপন হৃদয় ধরু সারা।।