মাধব হমারি বিদায় পায়ে তোর।
তুহারি প্রেম লাগি পুন চলি আওব
তব দরশন লাগি মোর। ধ্রু।
কহইতে রাই বচন ভেল গদগদ
শুনইতে আকুল কান।
দুহুঁ মুখ হেরইতে দুহুঁ দিঠি ঝরঝর
শাঙন জলদ সমান।।
এত বলি সুন্দরি পাওল নিজ মন্দির
নীচলে রহু অতি ভোর।
দাস নরোত্তম হেরই অপরূপ
পীত নিচোলে তনু জোর।।