মানুষ মানুষ সবাই বলয়ে
মানুষ কেমন জন।
মানুষ রতন মানুষ জীবন
মানুষ পরাণ ধন।।
ভুবনে ভুলয়ে এ সব লোক
মরম নাহিক জানে।
মানুষের প্রেমা নাহি জীব কে
মানুষে সে প্রেমা জানে।।
যে জন মানুষ সে জানে মানুষ
মানুষে মানুষ চিনে।
এ লোক মানুষ এ দুয়ের বল
মানুষে মানুষ জানে।।
মানুষ যারা জীয়ন্তে মরা
সেই ত মানুষ সার।
মানুষ লক্ষণ মহাভাগ্যবান্‌
মানুষ সবার পর।।
মানুষ নাম বিরল ধাম
বিরল তাহার রীতি।
চণ্ডীদাসে কহে সকলি বিরল
কে জানে তাহার রীতি।।