মোর বৌরা দেখল কেহু কতহু জাত।
বসহ চঢ়ল বিস পান খাত।।
আঁখি নিড়ড় মুহ ছআই নার।
পথকে চলত বৌরা বিসম্ভার।।
বাট জাইত কেহু হলব ঠেলি।
অবওহি বৌরে বিনু ময় অকেলি।।
হাত ডমরু কর লৌআ সংখ।
জোগ জুগুতি গিম ভরল মাথ।।
অজগর টোএ অঠহু আঙ্গ।
সির সুরসরি জটা বোলই গাঙ্গ।।