মোহি তেজি পিয়া মোর গেলাহ বিদেস।
কৌনি পর খেপব বারি বএস।।
সেজ ভেল পরিমল ফুল ভেল বাস।
কতয় ভমর মোর পরল উপাস।।
সুমরি সুমরি চিত নহী রহে থির।
মদন দহন তন দগধ সরীর।।
ভনহিঁ বিদ্যাপতি কবি জয় রাম।
কি করত নাহ দৈব ভেল বাম।।
মোহি তেজি পিয়া মোর গেলাহ বিদেস।
কৌনি পর খেপব বারি বএস।।
সেজ ভেল পরিমল ফুল ভেল বাস।
কতয় ভমর মোর পরল উপাস।।
সুমরি সুমরি চিত নহী রহে থির।
মদন দহন তন দগধ সরীর।।
ভনহিঁ বিদ্যাপতি কবি জয় রাম।
কি করত নাহ দৈব ভেল বাম।।