যশোদা বলেন শুন গো রোহিণি
আর কি দাঁড়ায়ে দেখ।
কৃষ্ণ বলরাম ছাড়িয়ে চলিল
আর কি পরাণ রাখ।।
অনেক যতনে পাইয়া রতনে
বিধি দিয়াছিল মোরে।
পুন হরি নিল কোন্‌ অপরাধে
আমার করমফলে।।
দেব আরাধিয়া যখন পূজিল
যবে দিয়াছিল বর।
গৌরীর দুয়ারে অপরাধ ফলে
না পূজিলা তাতে হয়।।
সেই দোষে রোষ দেবের হইল
তাহাতে এ দশা ভেল।
কোলের বালক রাখিতে নারিল
এবে সে ছাড়িয়ে গেল।।
দেবী রঙ্গ বুদ্ধি বুঝিতে না পারি
ঐছন কাজের গতি।
দেব তুষ্ট হলে তাহে ফল ধরে
শুনহ ইহার রীতি।।
যখন ক্ষীরোদ বালুকা উপরে
করিল অনেক তপ।
দেবা সে সাধিতে বিধি বহুমতে
করিল অনেক তপ।।
যখন নৈবেদ্য সব সাজাইয়া
ঘরেরে হইতে যাই।
পূরপ (?)এক গোটা গড়ুরের যেটা
উড়িয়া লইল তাই।।
সেই সে নৈবেদ্য উচ্ছিষ্ট হইল
সেই অপরাধফলে।
তাহার কারণে আনন্দ ছাড়ল
এই সে জানিয়ে-ভালে।।
চণ্ডীদাস কহে শুনহ জননি
একটি কহিয়ে বাণী।
ধন্য ধন্য ধন্য তুমি ভাগ্যবতী
তেজিবে গোকুলমণি।।