রাইএর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর
মধুর মধুর চলি যায়।
আগে পাছে সখিগণ করে ফুল বরিষণ
কোন সখি চামর ঢুলায়।।
দেখ সখি যুগল কিশোর।
কুসুমিত বৃন্দাবন কল্পতরুর গণ
সুশীতল জোতি উজোর।। ধ্রু।
দুহু অঙ্গ চিত্র বেশ কুসুম বিচিত্র কেশ
সৌরভে ভরল অলিকুল।
রতন খচিত বেশ হেম মঞ্জির শিঞ্জিত
নরোত্তম দাস মন পুর।।