রাই বলে শুন হেদেগো বেদনি
ঘাটের জানহ পথ।
বড়াইরে রাধা কহে এক কথা
”বড় দেখি অনুরথ।।
আর কত দূর আছে মধুপুর
কহনা বেদনী বুড়ি।
সহজে আগল পথ নাহি চলে
চলিয়া যাইতে নারি।।
কানু পরসঙ্গ অলপ ইঙ্গিতে
সুধাই যতন করি।
কহিতে কহিতে হইল মোহিত
কহ কহ আগো বুড়ি।।
কহিছে বড়াই আপনি ডরাই
মাঝেতে যমুনা এ।
ও পার হইলে যা চাহ তা পাবে
এ পারে নাহিক সে।।
হাসি কহে রাধা বলে আধা আধা
ও পারে কে আছে বল।
বড়াই বলিছে কহিলে কি হয়
আগেতে দেখাই চল।।
হরষ বদনী রাই বিনোদিনী
পুনঃ সে সুধায় তায়।
সে জন কেমন কিবা তার নাম
দ্বিজ চণ্ডীদাস গায়।।