রাধামাধব পাশক খেলত
করি কত বিবিধ বিধান।
দুহুঁক বচন-রিতি কেবল পিরীতি
দুহুঁ বর-রসক নিধান।।
সখি হে আজু নাহি আনন্দ-ওর।
দুহুঁ দোহা রূপ নয়ন ভরি পীবই
দুহুঁ কিয়ে চন্দ্র-চকোর।।ধ্রু।।
হাতহিঁ হাত লগাই যব খেলত
ভাবে অবশ তব দেহ।
আনন্দ-সায়রে নিমগন দুহুঁমন
ভূলল নিজ নিজ গেহ।।
ঐছন সময়ে নিয়োজিত শুক কহে
জটিলা-গমন অকাজ।
রাধামোহন পহু চতুর-শিরোমণি
সাজল দ্বিজবর-রাজ।।