রাধিকা আদেশে মনের হরষে
কুসুম রচনা করে।
মল্লিকা মালতী আর জাতি যূথী
সাজাইছে থরে থরে।।
আজ রচয়ে বাসক শেজ।
মুনিগণচিত হেরি মূরাছিত
কন্দর্পের ঘুচে তেজ।।
ফুলের আচির ফুলের প্রাচীর
ফুলের হইল ঘর।
ফুলের বালিশ আলিস কারণ
প্রতি কুলে ফুলশর।।
শুক পিক দ্বারী মদন প্রহরী
ভ্রমর ঝঙ্কারে তায়।
ছয় ঋতু মত্ত সহিত বসন্ত
মলয়-পবন বায়।।
উজরোল রাতি মণিময় বাতি
কর্পূর তাম্বুল বারি।
চণ্ডীদাস ভণে রাখি স্থানে স্থানে
শয়ন করল গোরী।।