লাখবাণ হেম চম্পক জিনি গোরা তনু-
লাবণি অবনি উজোর।
চন্দন-চরচিত মালতি মণ্ডিত
হেরইতে আঁখি ভেল ভোর।।
মাঝ দিনহিঁ আজু গৌর কিশোর।
বসনহিঁ ঝাঁপি নিজ আপাদ মস্তক
যায়ত সুরধুনী-ওর।।ধ্রু।।
বাম নয়নে ঘন চাহত দশ দিশ
বাম পদ আগু সঞ্চার।
বাম ভুজহি কাহে বসন আগোরই
গজ-গতি চলু অনিবার।।
গদ গদ শবদে করত হরিকীর্তন
অনুমানি মুখ-শশি ছান্দে।
রাধামোহন দাস না বুঝয়ে ও রস
নিজদোষ ভাবিয়া কান্দে।।