শীতল চন্দনে নাহি কাজ।
ফেল লঞা যমুনার মাঝ।।
ময়ূরী ডাকয়ে অকারণে।
ডাক যাঞা কৃষ্ণ সন্নিধানে।।
ভ্রমর লাগিল মোর বাদে।
বজর সমান করে নাদে।।
পরিযঙ্ক শেজ নাহি চাই।
কিশলয় বিছাই মিছাই।।
কি কাজ কর্পূর তাম্বুলে।
ফেল লঞা সরোবর জলে।।
এত দুখ শশি কেনে দেয়।
অকারণে প্রাণ কেনে নেয়।।
মন্দ পবনে এত জ্বালা।
বিষম হইল চিকণ কালা।
কুঞ্জ দেখিতে প্রাণ যায়।
কত সহে অবলা হিয়ায়।।
কোকিল ডাকয়ে ঘনে ঘনে।
অহর্নিশি দহেও মদনে।।
শুনহ পরাণ সহচরি।
কি হইল কহিতে না পারি।।
কি মোর এ নব যৌবন।
প্রাণ যায় দহয়ে মদন।।
আর জ্বালা সহিতে না পারি।
পাপ পরাণ কেনে ধরি ।।
যমুনায় দিয়ে যায়্যা ঝাঁপ।
গোপালের না যায় সন্তাপ।।