শুনইতে উলসিত সব অঙ্গ মোর।
ভেটব সমরে ধীর সখি তোর।।
সঙ্গর-রঙ্গ হৃদয়ে মঝু আছ।
আগে তুহু সরবি সরব হাম পাছ।।
এ সখি এ সখি তুহুঁ নাহি ডরবি।
হামারি বীরপণ দেখি কিয়ে মরবি।।
সিংহ মতঙ্গ কুরঙ্গ নহ কোই।
ত্রিভুবন-শোহন-মোহন হোই।।
ঋতুপতি-কোটি ছোটি করি জান।
মনমথ-কোটি-মথন হাম কান।।
কি করব মধুকর মন্ত্র উচার।
শ্যাম-ভ্রমর যাহাঁ কমল বিহার।।
অবলা কি করব রণ বল-খীণা।
সহচরিগণ রণ-যুগতি-বিহীনা।।
কিয়ে ছিয়ে ফুল-ধনু কুসুমক বাণ।
হিয়ে মণি-কিরণহি করব মৈলান।।
ভাঙ চাপ মঝু বিশিখ কটাখ।
বরিখনে জরজর করবহি তাক।।
ভূজযুগ-বল্লি-পাশে করি বন্ধ।
গিরব গিরায়ব কত করি ছন্দ।।
সো ধনি কয়ল যো কঞ্চুক সন্না।
নখর-কৃপাণে হাম করব বিভিন্না।।
নিরদয় হৃদয়-কপাটক চাপে।
লঙ্ঘিব কুচ-গিরি আপন প্রতাপে।।
রণ-রথ জঘন করব অবলম্ব।
যুঝর যুঝায়ব করি কত দম্ভ।।
নবপল্লব জিনি অধর সুরাতে।
করব বিখণ্ডন রদন-বিঘাতে।।
তব যদি দৈবে করয়ে বিপরীতে।
ঐছন যুগতি করব হাম চীতে।।
সরবস দেই লেয়ব তছু শরণে।
প্রাণ-পরাজিত সোঁপব চরণে।।
দুহুঁ পদ সেবন হিয়ে অভিলাষ।
বলরাম দাস হিয়ে এ বড়ি উলাস।।