শুনগো ননদী জাল কোকিল স্বরে বলে। কাঙ্খে কলসী লৈয়া চল যমুনার জলে।।
যাইবে কিনা যাইবে সই বল জলদি করি । শুননি বাজায় বন্ধে মোহন মূররী।।
রাধায় বলে ননদী জাল জল ভরিলে দ্বোনা। বুঝি তোমরা কানেশুন মনে ভাবনা।।
চল চল সব সখী ভরি গিয়া জল। যমুনাতে নামিলে তনু হৈব শীতল।।
ননদীয়ে বলে তুম রাধা বিনোদিনী। শ্যামের সোহাগিনী রাজায় নন্দিনী।।
রাধিকা জলেরে নায় কদম্ব তলা দিয়া । কানাইয়ে পাতিছে জাল রাধিকার লাগিয়া।।
ছৈয়দ শাহনূরে বুলৈন রাধার ভাব ছান্দে। যমুনার জলে যাইতে ঠেকিলা কানাইর ফান্দে।।