শুন গো সজনি আমার বাত।
পীরিতি করবি সুজন সাত।।
সুজন পীরিতি পরাণ রেখ।
পরিণামে কভু না হবে টোট।।
ঘষিতে ঘষিতে চন্দন সার।
দ্বিগুণ সৌরভ উঠয়ে তার।।
চণ্ডীদাস কহে পীরিতি রীতি।
বুঝিয়া সজনি করহ প্রীতি।।
শুন গো সজনি আমার বাত।
পীরিতি করবি সুজন সাত।।
সুজন পীরিতি পরাণ রেখ।
পরিণামে কভু না হবে টোট।।
ঘষিতে ঘষিতে চন্দন সার।
দ্বিগুণ সৌরভ উঠয়ে তার।।
চণ্ডীদাস কহে পীরিতি রীতি।
বুঝিয়া সজনি করহ প্রীতি।।