শুন মাধব কি কহব রাইক তাপ।
কত বেরি মুরছই কত বেরি বিলপই
কতবিধ করত প্রলাপ।।
খেণে অছু কহই দেখ ইহ শ্যামর
মথুরা-নাগর ধূত।
উঠি বেগে বান্ধহ ললিত-মুকুতা-পাশে
নাহি যায় করিয়া আকূত।।
ঐছন কতবিধ করু তুয়া অনুভব
প্রেমহি কত উনমাদ।
হেরইতে ঐছন কান্দয়ে সখিগণ
কত কত করত বিষাদ।।
এ সব বিপতি সময় ব্রজনন্দন
যাই সকল করু দূর।
রাধামোহন-পহুঁ দীন দয়াল তুহুঁ
সকল মনোরথ পূর।