শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু দয়া কর মোরে।
মো সম পতিত নাই ভুবন ভিতরে।।
যদি বল নাম ভেলা দিঞাছি সভারে।
দুর্দৈব তরঙ্গে পড়ি না পাই সাঁতারে।।
লোভ রূপ কচ্ছপ তাহে বড়ই প্রবল।
… … …
মদন মকর তাহে বড় ভয়ংকর।
ক্রোধ রিপু দাবাগ্নিতে দগ্ধ কলেবর।।
মদ রিপু বন্ধনেতে বাঁধিঞাছে মোরে।
মাৎসর্য্য ঘূর্ণিপাকে ঘুরাইল মোরে।।
নরোত্তম দাস বলে মোর কিনা হৈল ।
না ভজিঞা গোরাপদ বৃথা দিন গেল।।