শ্রীরূপমঞ্জরী পদ সেই মোর সম্পদ
সেই মোর ভজন পূজন।
সেই মোর প্রাণধন সেই মোর অভরণ
সেই মোর জীবনের জীবন।।
সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি
নিরবধি এ দুই নয়ানে ।
সেরূপ মাধুরী দেখি প্রাণ কি করয়ে সখি
প্রফুল্লিত হব নিশিদিনে।।
তুয়া দরশন বহি গরলে জারল দেহি
চিরদিনে তাপিত জীবন।
স্বরূপ রূপ কর দয়া দেহ মোরে পদ ছায়া
নরোত্তম লইল শরণ ।।