শ্রীরূপ-পশ্চাতে আমি রব ভীত হৈঞা।
দোঁহে পুনঃ কহিবেন আমা পানে চাঞা।।
সদয়-হৃদয় দোঁহে কহিবেন হাসি।
কোথায় পাইলে রূপ এই নব দাসী।।
শ্রীরূপমঞ্জরী তবে দোঁহা বাক্য শুনি।
মঞ্জুলালী দিল মোরে এই দাসী আনি।।
অতি নম্রচিত্ত আমি ইহারে জানিল।
সেবা-কার্য দিয়া তবে হেথায় রাখিল।।
হেন তত্ত্ব দোঁহাকার সাক্ষাতে কহিয়া।
নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া।।