শ্রীরূপ সাধন বিনে অন্য নাহি জানি।
শ্রীরূপের করুণা হইলে জুড়াবে পরাণি।।
শ্রীরূপ রঘুনাথ কৃপা কর মোরে।
দয়া করি দেহ মোরে যুগল চরণে ।।
দেহ মোরে নন্দসুত শ্রীরূপ গোসাঞি।
তোমা বিনে পদ দিতে আর কেহ নাঞি।।
বড় আশে তুয়া পদে লৈঞাছি শরণ।
অধম জনার কর বাঞ্ছিত পূরণ।।
নরোত্তম দাসে কহে মনেতে ভাবিঞা।
পঞাছি রূপের পদ না দিব ছাড়িঞা।।