শ্রীশ্রী নিত্যানন্দচন্দ্র

শ্রীশ্রীজীব-গোস্বামিপাদের সূচক-কীর্ত্তনের


— ০ —


‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’

‘‘জয় জগতারণ-কারণধাম।
আনন্দকন্দ নিত্যানন্দরাম।।’’

নিতাই-চাঁদের জয় দাও ভাই

জগতারণ-কারণধাম—নিতাই-চাঁদের জয় দাও ভাই
শ্রী,–গৌর-সেবা-শ্রীবিগ্রহ—নিতাই-চাঁদের জয় দাও ভাই

শ্রী,—গৌর-সেবা-শ্রীবিগ্রহ

আনন্দকন্দ শ্রীনিত্যানন্দ—শ্রী,–গৌর-সেবা-শ্রীবিগ্রহ

আপন কাজ সব করেন পূরণ

বিশ্বম্ভর গৌরহরি—আপন কাজ সব করেন পূরণ
প্রভূ—নিত্যানন্দ-দ্বারে—আপন কাজ সব করেন পূরণ

‘‘ডগ মগ লোচন, কমল ঢুলায়ত,’’

গৌর-প্রেম-মদিরা পানে

‘‘ডগ মগ লোচন, কমল ঢুলায়ত
সহজে অথির গতি দিঠি মাতোয়ারা।’’

গৌর-প্রেমে মাতা নিতাই আমার

প্রেমভরে সদাই অধীর—গৌর-প্রেমে মাতা নিতাই আমার

বিশেষ দ্রষ্টব্য — শ্রীশ্রীজীব-গোস্বামিপাদের সূচককীর্ত্তনে শ্রীশ্রীগৌরচন্দ্র হয় না,
কেবল শ্রীশ্রীনিত্যানন্দচন্দ্র হয়। ইহাই মহাজনী প্রথা।

‘‘সহজে অথির গতি দিঠি মাতোয়ার।
ভাইয়া অভিরাম বলি’, ঘন ঘন গরজই
গৌর-প্রেমভরে চলই না পার।।’’

গৌর-প্রেমে মাতা নিতাই আমার

চলে যেতে ঢলে পড়ে—গৌর-প্রেমে মাতা নিতাই আমার

‘‘গদ গদ আধ, মধুর বচনামৃত,’’

বচন নয় অমিয়া—বর্ষণ

গৌর-প্রেমে মত্ত নিতাইচাঁদের—বচন নয় অমিয়া-বর্ষণ

‘‘গদ গদ আধ মধুর বচনামৃত
লহু লহু হাস বিকসিত গণ্ড।
পাষণ্ড-খণ্ডন, শ্রীভুজ-মণ্ডন,
কনয়া-খচিত অবলম্বন-দণ্ড।।
কলিযুগ-কাল, ভুজঙ্গম দংশল,
দগধল থাবর জঙ্গম পেখি’।’’

জীগজীবে জর-জর দেখে

কলিযুগ,–কাল-ভুজঙ্গ-দংশনে—জগজীবে জর-জর দেখে

দংশন-জ্বালা জুড়াইতে

কলিকাল-ভুজঙ্গের—দংশন-জ্বালা জুড়াইতে

‘‘প্রেম-সুধারস, জগভরি’ বরিখল,’’

জগজীবের তাপ দূর কৈল

প্রেম-সুধারস বরিষণে—জগজীবের তাপ দূর কৈল

গৌর প্রেমে ডগমগ কৈল

ভুবন-পাবন নিতাই আমার—গৌর-প্রেমে ডগমগ কৈল

‘‘প্রেম-সুধারস জগভরি’ বরিখেল,
গোবিন্দদাসে কাহে উপেখি।।’’

গোবিন্দদাসে কেন বঞ্চিত কৈলে

জগভরি’ প্রেম বিতরিলে—গোবিন্দদাসে কেন বঞ্চিত কৈলে

[মাতন]


অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ