শ্রীশ্রী নিত্যানন্দ-মহিমা কীর্ত্তন (৪)

শ্রীশ্রীরাধারমণো জয়তি
ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।


(শ্রীধাম নবদ্বীপ, শ্রীরাধারমণ-বাগে শ্রীশ্রীমদ্‌ রাধারমণ-চরণ দাস দেবের বিরহ-উৎসবে নবরাত্র শ্রীশ্রীনামযজ্ঞের দ্বিতীয় দিবস, ১৩৩২ সাল ২৩শে মাঘ শনিবার অষ্টমী, রাত্র ৮-১১।।০টা পর্য্যন্ত—)

‘‘ভজ, নিতাই গৌর রাধে শ্যাম।
জপ, হরে কৃষ্ণ হরে রাম।।’’ [মাতন]


ভজ ভাই রে—নিতাই গৌর রাধে শ্যাম রাধে

জপ,–হরে কৃষ্ণ হরে রাম

ভজ,–নিতাই গৌর রাধে শ্যাম—জপ,–হরে কৃষ্ণ হরে রাম

[মাতন]
জপ,–হরে কৃষ্ণ হরে রাম

জপ,–রাম রাম হরে হরে—জপ,–হরে কৃষ্ণ হরে রাম
রমে রামে মনোরমে—জপ,–হরে কৃষ্ণ হরে রাম

[চুটকি ঝুমুর]

শ্রীরাধারমণ রাম—জপ,–হরে কৃষ্ণ হরে রাম

জপ,–হরে কৃষ্ণ হরে রাম

ভজ,–নিতাই গৌর রাধে শ্যাম রাধে

আমার,–নিতাই গুণমণি ভজ
ভাই রে,–আমার নিতাই গুণমণি

আমি,–কি জানি গুণ কত বা বাখানি—ভাই রে,–আমার নিতাই গুণমণি

নিতাই আমার,–অখণ্ড-প্রেমের খনি
যেচে,–বিলায় রে প্রেম-চিন্তামণি

আচণ্ডালের দ্বারে দ্বারে গিয়ে—যেচে,—বিলায় রে প্রেম-চিন্তামণি
দন্তে,–তৃণ ধরি’ করি’ যোড়পাণি—যেচে,–বিলায় রে প্রেম-চিন্তামণি
দুনয়নে,–বহে ধারা যেন সুরধুনী—যেচে,–বিলায় রে প্রেম-চিন্তামণি
জাতি,–কুল, অধিকার কিছু না গণি—যেচে,–বিলায় রে প্রেম-চিন্তামণি

ওরে,–ভাই রে আমার নিতাই সুন্দর

ও তার,–গৌর-প্রেমে গড়া কলেবর—ওরে,–ভাই রে আমার নিতাই সুন্দর

নিতাই আমার,–গোরারসে গর-গর
নিতাই আমার,–গোরাভাবে সদাই বিভোর
জানে না নিতাই আপন কি পর

গৌরপ্রেম,–মদিরা-পানে হয়ে বিভোর—জানে না নিতাই আপন কি পর

নিতাই আমার,–আচণ্ডালে ধেয়ে করে কোর

আমরি,–প্রেম-বাহু পসারিয়ে—নিতাই আমার,–আচণ্ডালে ধেয়ে করে কোর

বলে ভাই,–বিনামূলে আমি হব তোর

তোর,–পাপ-তাপের বোঝা নিয়ে—বলে ভাই,–বিনামূলে আমি হব তোর
একবার,–মুখে বল ভাই গৌর গৌর –বলে ভাই,–বিনামূলে আমি হব তোর

নিতাই আমার,–গৌর বলতে হারায় ঠউর

নিতাইচাঁদের,–দুনয়নে বহে অবিরত লোর—নিতাই আমার,–গৌর

বলতে হারায় ঠউর
নিতাই আমার,–শ্রীচৈতন্যচাঁদের চকোর

ওগো,–আমার নিতাই, আমার নিতাই—নিতাই আমার,–শ্রীচৈতন্য-

চাঁদের চকোর
নিতাই আমার,–গোরাপদ্মে মত্ত-মধুকর

প্রেম-মধু-পানে সদাই বিভোর—নিতাই আমার,–গোরাপদ্মে মত্ত-মধুকর

ভাই রে,–নিতাই রঙ্গিয়া আমার

শ্রীগৌরাঙ্গ-প্রেম-বিনোদিয়া—ভাই রে,–নিতাই রঙ্গিয়া আমার
আমরি,–গোরারসে রসিয়া—ভাই রে,–নিতাই রঙ্গিয়া আমার

নিতাই আমার,–নিশিদিশি বেড়ায় কাঁদিয়া

আমার,–গৌরপ্রেমের পাগলা নিতাই—নিতাই আমার,–নিশিদিশি

বেড়ায় কাঁদিয়া

এই,–সুরধুনীর তীর দিয়া—নিতাই আমার,–নিশিদিশি বেড়ায় কাঁদিয়া
গলবাসে দন্তে তৃণ ধরিয়া—নিতাই আমার,–নিশিদিশি বেড়ায় কাঁদিয়া

এই,–‘‘সুরধুনীর তীরে আছে যত দেশ গ্রাম। রে !
সর্ব্বত্র বিহরে আমার নিত্যানন্দ-রাম।। রে !!

নিতাই আমার,–আচণ্ডালে বলে যাচিয়া

গলবাসে দন্তে তৃণ ধরিয়া—নিতাই আমার,–আচণ্ডালে বলে যাচিয়া

নিতাই আমার,–করযোড়ে বলে কাঁদিয়া

আচণ্ডালের দ্বারেতে গিয়া—নিতাই আমার,–করযোড়ে বলে কাঁদিয়া।
কতশত,–ধারা বহে মুখ বুক বাহিয়া–নিতাই আমার,—করযোড়ে বলে কাঁদিয়া

আমি বিনামূলে যাব বিকাইয়া

তোদের,–পাপ-তাপের বোঝা নিয়া—আমি,–বিনামূলে যাব বিকাইয়া
একবার,–গৌরহরি বলে আমায় লও কিনিয়া—আমি,–বিনামূলে যাব বিকাইয়া

নিতাই আমার,–চলে যেতে পড়ে ঢলিয়া

আমার,–গৌরহরি ভজ বলিয়া—নিতাই আমার,–চলে যেতে পড়ে ঢলিয়া
রামাই-গৌরীদাসের কাঁধে হাত দিয়া নিতাই আমার, চলে যেতে পড়ে ঢলিয়া

আমার,–নিতাই কাঁদে ফুলিয়া ফুলিয়া

ধুলি-ধূসরিত-অঙ্গে আবার উঠিয়া—আমার,–নিতাই কাঁদে

ফুলিয়া ফুলিয়া

বাহু পসারি’,–আচণ্ডালে কোলে তুলিয়া—আমার,–নিতাই কাঁদে ফুলিয়া ফুলিয়া
আয় বলি’,–পতিতেরে বুকে ধরিয়া—আমার,–নিতাই কাঁদে ফুলিয়া ফুলিয়া
নিতাইচাঁদের,–নয়ন-ধারায় ধরা যায় ভাসিয়া—আমার,–নিতাই কাঁদে

ফুলিয়া ফুলিয়া

নিতাইচাঁদের,–কতশত ধারা বহে মুখ বুক বাহিয়া—আমার,–নিতাই

কাঁদে ফুলিয়া ফুলিয়া
ভাই রে,–আমার নিতাই নয়নতারা

তার,–গৌর-প্রেমে তনু পড়া—ভাই রে,–আমার নিতাই নয়ন তারা

নিতাই আমার,–গৌরপ্রেমে মাতোয়ারা
নিতাই আমার,–গৌরপ্রেমে পাগল-পারা
নিতাই আমার,–গৌরপ্রেমে দিগ্‌বিদিক হারা
নিতাই আমার,–গৌরপ্রেমে আত্মহারা
নিতাই আমার,–নিশিদিশি গায় গোরা গোরা

গৌর বলিতে,–শ্রীঅঙ্গ পুলকে ভরা দুনয়নে শত-ধারা—নিতাই আমার,–

নিশিদিশি গায় গোরা গোরা

নিতাইচাঁদের,–নয়ন-ধারায় ভেসে যায় ধরা—নিতাই আমার,–

নিশিদিশি গায় গোরা গোরা
ভাই রে,–আমার প্রভু নিত্যানন্দ

নিত্যানন্দ-দাস মুঞি—ভাই রে,–আমার প্রভু নিত্যানন্দ

আমার,–প্রভুর প্রভু নিত্যানন্দ

আমার,–পাগলের প্রাণ নিতাই—আমার,–প্রভুর প্রভু নিত্যানন্দ
আমার,–ঐ গরবে হৃদয় ভরা—আমার,–প্রভু নিত্যানন্দ
আমি,–ঐ গরবে গরব করি—আমার,–প্রভুর প্রভু নিত্যানন্দ
আমি,–ঐ গরবে সদাই ফিরি—আমার,–প্রভুর প্রভু নিত্যানন্দ

নিতাই আমার,–অখণ্ড-পরমানন্দ
নিতাই আমার,–অক্রোধ-পরমানন্দ

আমার,–অদোষ-দরশী নিতাই—নিতাই আমার,–অক্রোধ-পরমানন্দ
আমার,–অযাচিত-কৃপাকরী নিতাই—নিতাই আমার,–অক্রোধ-পরমানন্দ

নিতাই আমার,–পাষণ্ড-দলন-দণ্ড
চাঁদ,–নিতাই আমার পতিতের বন্ধু

তার,–পতিত-উদ্বারে সঙ্কল্প একান্ত—চাঁদ,–নিতাই আমার পতিতের বন্ধু

নিতাই আমার,–শ্রীগৌরাঙ্গ—প্রেমভাণ্ড

প্রেমবন্যায় ভাসাইল ব্রহ্মাণ্ড—নিতাই আমার,–শ্রীগৌরাঙ্গ—প্রেমভাণ্ড
প্রেমে মাতাইল পতিত-পাষণ্ড—নিতাই আমার,–শ্রীগৌরাঙ্গ-প্রেমভাণ্ড

আমরি,–গৌরবশীকরণ—মন্ত্র

আমার,–নিতাই-গুণমণির নাম—আমরি,–গৌরবশীকরণ-মন্ত্র

শ্রীমুখে বলেছেন প্রাণ-গৌরাঙ্গ

‘‘মুখেও যে জন বলে মুঞি নিত্যানন্দ-দাস। রে !
সে নিশ্চয় দেখিবে আমার স্বরূপ-প্রকাশ।। রে !!
সংসারের পার হইয়া ভক্তির সাগরে। রে !
যে ডুবিবে সে ভজুক আমার নিতাইচাঁদেরে।। রে !!
গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে। রে !
আমার,–একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে।।’’ রে !!

গোপী,–প্রেম পেতে সাধ যার চিতে

সে,–ভজুক আমার নিতাইচাঁদে—গোপী,–প্রেমে পেতে সাধ যার চিতে

কোন কালে,–প্রেম কেউ পায় নাই

আমার,–নিতাই-কৃপা বিনে ভাই—কোন কালে,–প্রেম কেউ পায় নাই

বাহু তুলে বলেন গৌরহরি

‘‘তিলার্দ্ধেক নিত্যানন্দে যার দ্বেষ রহে। রে !
ভজিলেও সে কভু আমার প্রিয় নহে।’’ রে !!

সে আমার আমি তার

আমার,–নিতাই সর্ব্বস্ব যার—সে আমার আমি তার

[মাতন]
আমি,–বাঁধা তারই প্রেম-পাশে

ঊর্দ্ধবাহে গৌরহরি ঘোষে—আমি,–বাঁধা তারই প্রেম-পাশে
আমার নিতাইকে যে ভালবাসে—আমি,–বাঁধা তারই প্রেম-পাশে

[মাতন]
তাহার প্রমাণ নদীয়াতে
মাধাই মারে জগাই রাখে

গৌরহরি তারে ধরে বুকে—মাধাই মারে জগাই রাখে

আমি,–বিকাইলাম নিতাই-করে

গৌরহরি বলেন বাহু ঊর্দ্ধ করে—আমি, বিকাইলাম নিতাই-করে
এবার,–বিশ্বম্ভর নাম ধরে—আমি,–বিকাইলাম নিতাই-করে

বাহু তুলে বলেন গৌরহরি
যে,–হেলায় শ্রদ্ধায় বলে নিতাই

তারই কাছে বিকাই আমায়—যে,–হেলায় শ্রদ্ধায় বলে নিতাই
তাহারে নিজস্বরূপ দেখাই—যে,–হেলায় শ্রদ্ধায় বলে নিতাই

[মাতন]
যে,–নিতাই নিতাই বলে ডাকে

সে,–বিনামূলে কিনে আমাকে—যে,–নিতাই নিতাই বলে ডাকে

যে,–বিকায়েছে নিতাই-পদে

আমি,–বসতি করি তারই হৃদে—যে,–বিকায়েছে নিতাই-পদে

[মাতন]
গৌরহরি বলেন ঊর্দ্ধ-করে
যে—নিত্যানন্দ-গুণে ঝুরে

গূঢ়লীলা তার হৃদে স্ফুলে—যে,–নিত্যানন্দ–গুণে ঝুরে

বাহু তুলে বলেন গৌরহরি
আমার,–নিতাই-পদ যে করেছে সার

লীলাভোগে তারই অধিকার—আমার,–নিতাই-পদ যে করেছে সার

কতদিনে সে-দিন হবে আমার

তোমার,–সবে মিলে কৃপা কর গো—কতদিনে সে-দিন হবে আমার

কবে,–সে-দিন হবে, নিতাই-পদে

আমি,–বিকাইব অকপটে—কবে,–সে-দিন হবে নিতাই-পদে
গৌরসুন্দর জাগবে হৃদি-পটে—করে,–সে-দিন হবে নিতাই-পদে

কি বলব নিতাইচাঁদের কথা
গোপনে বলেন গৌরহরি

পানিহাটি-গ্রামে বসি’—গোপনে বলিন গৌরহরি
রাঘবের করে ধরি’—গোপনে বলেন গৌরহরি

‘‘শুন শুন ওহে রাঘব নিজ-গোপ্য কই। হে !
আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই।।’’ হে !!
আরে,–‘‘তিলার্দ্ধেক নিত্যানন্দে দ্বেষ যার রহে। রে !!
আমায়,–‘‘ভজিলেও সে কভু আমার প্রিয় নহে।। রে !!
আমার,–‘‘নিত্যানন্দ-স্বরূপেপে যে প্রীতি করয়ে অন্তরে। রে !
সত্য সত্য সেই প্রীতি করয়ে আমারে।।’’ রে !!

সেখানে এখানে এই কথা
ব্রজ-নদীয়ায় একই কথা
মধুর শ্রীবৃন্দাবনে
শ্রীকৃষ্ণ বিষয়, শ্রীরাধিকা আশ্রয়
আর,–মধুর শ্রীনবদ্বীপ
শ্রীগৌরাঙ্গ বিষয়, শ্রীনিতাই আশ্রয়
বৃন্দাবনে এই প্রতিজ্ঞা

‘‘কিশোরীর-দাস মুঞি পীতবাস ইহাতে সন্দেহ যার। রে !
কোটি-জন্ম যদি আমারে ভজয়ে বিফল ভজন তার।।’’ রে !!

আবার,–নবদ্বীপে সে প্রতিজ্ঞা

‘‘তিলার্দ্ধেক নিত্যানন্দে দ্বেষ যার রহে। রে !
ভজিলেও সে কভু আমার প্রিয় নহে।।’’ রে !!

আমায় ভজিলেই আমায় ভজা হয় না

নিতাই ভজিলেই আমায় ভজা হয়—আমায় ভজিলেই আমায় ভজা হয় না

আবেশে বলেন গৌরহরি

কত-গুণের নিতাই আমার—আবেশে বলেন গৌরহরি
কুমারহট্ট—গ্রামে বসি’—আবেশে বলেন গৌরহরি
নিত্যানন্দে নিষ্ঠা দেখি’—আবেশে বলেন গৌরহরি
শ্রীবাসপণ্ডিতের,–নিত্যানন্দে নিষ্ঠা দেখি’—আবেশে বলেন গৌরহরি
নিতাই-মহিমা জানাবার লাগি’—অবেশে বলেন গৌরহরি
‘নিতাই-মহিমা জানাবার লাগি’—
অবিশ্বাসি-জনে আজ—নিতাই-মহিমা জানাবার লাগি’

আবেশে বলেন গৌরহরি

মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ। রে !
তথাপি ব্রহ্মার বন্দ্য কহে গৌরচন্দ্র।।’’ রে !!

কি বা বলব নিতাই গুণ

কত-গুণের নিতাই আমার—কি বা বলব নিতাই-গুণ

কি বা জানি কতই বা বলিব
আরও গূঢ়-কথা শোন ভাই

‘‘নিত্যানন্দ গদাধরে যে প্রীতি অন্তরে। রে !
একের অপ্রিয় আরে সম্ভাষা না করে।। রে !!
গদাধর-পণ্ডিতের সঙ্কল্প এইরূপ। রে !
নিত্যানন্দ-বিমুখের না দেখেন মুখ।। রে !!
নিত্যানন্দ-স্বরূপেতে প্রীতি যার নাই। রে !!
দেখাও না দেন তারে পণ্ডিত গোসাঞি।।’’ রে !!

একবার,–প্রাণে প্রাণে অনুভব কর ভাই

নিতাই আমার কে বটে—একবার,–প্রাণে প্রাণে অনুভব কর ভাই
গদাধরের কথা স্মঙরি—একবার,–প্রাণে প্রাণে অনুভব কর ভাই

যদি,–কিনতে চাও নিতাই-ধনে

বিকাও গৌর-গদাধর-চরণে—যদি,–কিনতে চাও নিতাই-ধনে

বিকাও গৌর-গদাধর-চরণে

অদ্বৈত-বলে বলী হয়ে—বিকাও গৌর-গদাধর-চরণে
মিলবে নিতাই-গূঢ়-ধনে—বিকাও গৌর-গদাধর-চরণে
নিতাই-দাসের কৃপা বল করে—বিকাও গৌর-গদাধর-চরণে
নরহরির আনুগত্যে—বিকাও গৌর-গদাধর-চরণে
যদি,–কিনবে নিতা-গূঢ়-ধনে—বিকাও গৌর-গদাধর-চরণে

[মাতন]
আয় ভাই আমরা নিতাই-গুণ গাই

আজ,–ভাই ভাই হয়েছি এক ঠাঁই—আয় ভাই আমরা নিতাই-গুণ গাই
‘আজ,–ভাই ভাই হয়েছি এক ঠাঁই—
শ্রীগুরুদেবের কৃপায়—আজ,–ভাই ভাই হয়েছি এক ঠাঁই

আয় ভাই আমরা নিতাই-গুণ গাই
প্রাণভরে নিতাই-গুণ গাই

এমন সুযোগ আর পাই কি না পাই—প্রাণভরে নিতাই-গুণ গাই
নিতাইচাঁদের বিহার-ভুমিতে বসি’—প্রাণভরে নিতাই-গুণ গাই

নিতাইচাঁদের বিহার-ভূমি

এই মধুর-নদীয়া—নিতাইচাঁদের বিহার-ভূমি
ভাগ্যবতী-সুরধুনী-তীর—নিতাইচাঁদের বিহার-ভূমি

পদাঙ্কিত-ভূমি রে

এই মধুর-নদীয়া-পদাঙ্কিত-ভূমি রে
আমার প্রভু নিত্যানন্দের—পদাঙ্কিত-ভূমি রে

আমার পাগ্‌লা নিতাই নাচে

এই,–সুরধুনীর কূলে কূলে—আমার পাগলা নিতাই নাচে

আমার,–নিতাই কেঁদে কেঁদে বলে

এই নদীয়ার পথে পথে-–আমার,–নিতাই কেঁদে কেঁদে বলে
এই,–সুরধুনীর কূলে কূলে—আমার,–নিতাই কেঁদে কেঁদে বলে
ভজ প্রাণ-শচীদুলালে—আমার,–নিতাই কেঁদে কেঁদে বলে

‘‘অক্রোধ-পরমানন্দ শ্রীনিত্যানন্দ-রায়। রে !
অভিমান-শূন্য নিতাই নগরে বেড়ায়।। রে !!
অধম-চণ্ডাল-জনার ঘরে ঘরে গিয়া।। রে !
ব্রহ্মার দুর্ল্লভ-প্রেম দিছেন যাচিয়া।। রে !!
যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি’।।’’ রে !

যেন,–কত-দায় ঠেকেছে

প্রেম না দিলেই নয়—যেন,–কত-দায় ঠেকেছে

আমরি কি করুণা রে

করুণার,–বালাই লয়ে মরে যাই—আমরি কি করুণা রে

যা’,–গোলকেও গোপনে ছিল

যা’,–চিরকালের আনর্পিত—যা’,–গোলোকেও গোপনে ছিল
যা’,–ব্রহ্মাদিরও সুদুর্ল্লভ—যা’,–গোলোকেও গোপনে ছিল
‘যা’,–ব্রহ্মাদিরও সুদুর্ল্লভ’—
যার,–কোটি-কল্প সাধনেও কেউ সন্ধান পায় নাই—যা’,–ব্রহ্মাদিরও সুদুর্ল্লভ

যারে তারে যেচে বেড়ায়

সুদুর্ল্লভ-প্রেমধন—যারে তারে যেচে বেড়ায়

আয় কে তোরা প্রেম নিবি রে

নিতাই,–কেঁদে বেড়ায় জীবের দ্বারে দ্বারে—আয় কে তোরা প্রেম নিবি রে
আমায়,–বিনামূলে কিনে রে—আয় কে তোরা প্রেম নিবি রে

‘‘যে না লয় তারে বলে দন্তে তৃণ ধরি’। রে !
আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি।।’’ রে !!

আমি,–বিনামূলে বিকাইব

গোরা-নিবি মিলাইব—আমি,–বিনামূলে বিকাইব

আমারে কিনে নে রে

নিতাই,–কেঁদে বলে জীবের দ্বারে দ্বারে—আমারে কিনে নে রে
‘নিতাই,–কেঁদে বলে জীবের দ্বারে দ্বারে’—
এই মধুর-নদীয়ায়—নিতাই,–কেঁদে বলে জীবের দ্বারে দ্বারে

আমারে কিনে নে রে
বিকাইব বিনামূলে [মাতন]

আমায়,–কিনে নে রে গৌর বলে—বিকাইব বিনামুলে

‘‘আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি।।’’ রে !!
‘‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। রে !
যে জন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ।। রে !!
দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার। রে !
সে জন আমার হয় আমি হই তার।।’’ রে !!

সে আমার আমি তার

নিতাই,–কেঁদে বলে বার বার—সে আমার আমি তার
হউক্‌ না কেন সুদুরাচার—সে আমার আমি তার
যে সে,–কূলে জনম হইক্‌ না তার—সে আমার আমি তার
নিতাই,–কেঁদে বলে বার বার—সে আমার আমি তার
যে,–গৌর বলে একবার—সে আমার আমি তার

[মাতন]
বিহরে আমার পাগলা নিতাই

এই,–সুরধুনীর কূলে কূলে—বিহরে আমার পাগলা নিতাই

বিহরে আমার গুণের নিতাই

পাগলের পারা দিশে হারা—বিহরে আমার গুণের নিতাই

ডেকে ডেকে গলা ভাঙ্গা

কেঁদে কেঁদে আঁখি রাঙ্গা—ডেকে ডেকে গলা ভাঙ্গা
আয় আয়,–কলিহত-জীব বলি’—ডেকে ডেকে গলা ভাঙ্গা

কেঁদে কেঁদে আঁখি রাঙ্গা

গৌরহরি ভজ বলে—কেঁদে কেঁদে আঁখি রাঙ্গা

[মাতন]

‘গৌর ভজ’ বলতে হারায় সংজ্ঞা—কেঁদে কেঁদে আঁখি রাঙ্গা

মূরছি পড়ে ভূমিতলে

গৌরহরি ভজ বলে—মূরছি পড়ে ভূমিতলে

নিতাই,–কেঁদে বলে করযোড়ে

সুললিত-কলেবরে—নিতাই,–কেঁদে বলে করযোড়ে

ভাই রে তোদের পায়ে পড়ি

ভজ প্রাণের গৌরহরি—ভাই রে তোদের পায়ে পড়ি

না জানি মুঞি কেমন অসুর

ভজলাম না এমন দয়াল—ঠাকুর—না জানি মুঞি কেমন অসুর

সবে মিলে কৃপা কর
যেন নিতাই ভজতে পারি

শ্রীগুরু-চরণ হৃদে ধরি’—যেন নিতাই ভজতে পারি

আমাদের,–নিতাই বিনে আর গতি নাই

কলিহত-পতিত-জীব মোরা—আমাদের,–নিতাই বিনে আর গতি নাই

আর পতিতের বন্ধু কে
এমন কার প্রাণ কাঁদে
পতিত-দুর্গতি দেখে’—এমন কার প্রাণ কাঁদে
কে,–সেধে যেচে বিলায় রে

চির,–অনর্পিত-প্রেমধন—কে,–সেধে যেচে বিলায় রে

কেউ কি শুনেছ কোথা

কত কত অবতার হয়েছে—কেউ কি শুনেছ কোথা

কে কোথায় শুনেছ

পাপ লয়ে প্রেম যাচে—কে কোথায় শুনেছ
‘পাপ লয়ে প্রেম যাচে’—
কে কোথায়,–পতিত আছে খুঁজে খুঁজে—পাপ লয়ে প্রেম যাচে

কে কোথায় শুনেছে
কেউ কি শুনেছ কোথা

মার খেয়ে প্রেম বিলায়—কেউ কি শুনেছ কোথা
‘মার খেয়ে প্রেম বিলায়’—
মধুর-শ্রীনদীয়ায়—মার খেয়ে প্রেম বিলায়

[মাতন]
বলে মেরেছ বেশ করেছ
মেরেছ মার আবার খাব
মেরেছ কলসীর কাণা

তা বলে কি প্রেম দিব না—মেরেছ কলসীর কাণা

এমন দয়াল আর কে আছে

হবে কি আর হয়েছে—এমন দয়াল আর কে আছে

আমার,–নিতাই বিনে আর কে আছে

মার খেয়ে প্রেম যাচে—আমার,–নিতাই বিনে আর কে আছে

আরে আমার নিতাই রে

ও পতিতের বন্ধু—আরে আমার নিতাই রে

কত-গুণের নিতাই আমার

আমি,–কি জানি গুণ কত বা বাখানি—কত গুণের নিতাই আমার

জগৎ,–যারে দেখে ঘৃণার চোখে

অশেষ-দোষের দোষী জেনে—জগৎ–যারে দেখে ঘৃণার চোখে

আমার,–নিতাই তারে ধরে বুকে
এ,–জগৎ যারে ত্যাগ করে

অশেষ-দোষের দোষী জেনে—এ,–জগৎ যার ত্যাগ করে

আমার,–নিতাই তারে করে কোলে

এ,–জগৎ যারে ঠেলে ফেলে—আমার,–নিতাই তারে করে কোলে
‘এ,–জগৎ যারে ঠেলে ফেলে’—
অদৃশ্য অস্পৃশ্য বলে—এ,–জগৎ যারে ঠেলে ফেলে

আমার,–নিতাই তারে করে কোলে

প্রেমবাহ পসারিয়ে—আমার,–নিতাই তারে করে কোলে
প্রেম—দিঠে চেয়ে আয় আয়ে বলে—আমার, নিতাই তারে করে কোলে
ভয় নাই,–আমি তোর আছি বলে—আমার, নিতাই তারে করে কোলে

[মাতন]
আর,–ভয় কি আছে পতিত-ভাই

আমাদের তরে আছে নিতাই—আর,–ভয় কি আছে পতিত-ভাই [মাতন]

আয় ভাই আমরা নিতাই-গুণ গাই

ভাই ভাই মিলেছি এক ঠাঁই—আয় ভাই আমরা নিতাই—গুণ গাই
‘ভাই ভাই মিলেছি এক ঠাঁই’—
শ্রীগুরুদেবের কৃপায়—আজ,–ভাই ভাই মিলেছি এক ঠাই
নিতাইচাঁদের বিহার-ভূমিতে—আজ,–ভাই ভাই মিলেছি এক ঠাঁই

আয় ভাই আমরা নিতাই-গুণ গাই
এ-যে,–নিতাইচাঁদের বিহার-ভূমি

এই মধুর-শ্রীনদীয়া—এ-যে,–নিতাইচাঁদের বিহার-ভূমি
ভাগ্যবতী-সুরধুনী-তীরে—এ-যে,–নিতাইচাঁদের বিহার-ভূমি

এ-যে,–পদাঙ্কিত-ভূমি রে

আমার প্রভু-নিতাই প্রাণ-গৌরাঙ্গের—এ-যে,–পদাঙ্কিত-ভূমি রে

পেয়েছে নিতাই-করুণা

এই,–ভূমির প্রতি-ধূলিকণা—পেয়েছে নিতাই-করুণা

পাগলা নিতাই নেচে গেছে

এই,–সুরধুনীর কুলে কুলে-পাগলা নিতাই নেচে গেছে
গৌরাঙ্গ-নাম-প্রেম যেচে—পাগলা নিতাই নেচে গেছে

নিতাই কেঁদে গেল বলে

এই,–সুরধুনীর কূলে কূলে—নিতাই কেঁদে গেল বলে
ভজ প্রাণ শচীদুলালে—নিতাই কেঁদে গেল বলে

[মাতন]

আয় ভাই আমরা নিতাই গুণ গাই
এমন সুযোগ আর পাই কি না পাই—আয় ভাই আমরা নিতাই-গুণ গাই
কত-গুণের নিতাই আমার

‘‘ভকতি রতন-খনি, উঘাড়িয়া প্রেমমণি,’’

যার সন্ধান কেউ জানত না

যা’,–চিরকালের অনর্পিত—যার সন্ধান কেউ জানত না
যা’,–ব্রহ্মাদিরও সুদুর্ল্লভ—যার সন্ধান কেউ জানত না
যা’,–কোটি-কল্প সাধনেও মিলে না—যার সন্ধান কেউ জানত না
‘‘ভকতি রতন-খনিউঘাড়িয়া প্রেমমণি,
যার সন্ধান কেউ জানত না
যা’,—চিরকালের অনর্পিত—যার সন্ধান কেউ জানত না
যা’,—ব্রহ্মাদিরও সুদুর্ল্লভ—যার সন্ধান কেউ জানত না
যা’,—গোলোকেও গোপনে ছিল—যার সন্ধান কেউ জানত না
যা’,—কোটি-কল্প সাধনেও মিলে না—যার সন্ধান কেউ জানত না

‘‘ভকতি রতন-খনি উঘাড়িয়া প্রেমমণি,
নিজ-গুণ সোণাতে মুড়িয়া।’’

আমার নিতাই গুণমণি

অশেষ-গুণের খনি—আমার নিতাই গুণমণি

‘‘উত্তম অধম নাই, যারে দেখে তার ঠাঁই,’’

যারে দেখে তার ঠাঁই

আমার,–অদোষ-দরশী নিতাই—যারে দেখে তার ঠাঁই
আমার,–অযাচিত-কৃপাচিত নিতাই—যরে দেখে তার ঠাঁই

‘‘দান কৈল জগত ভরিয়া।।’’

নিতাই,–যারে দেখে আপন কাছে

আমার,–গৌর-প্রেমের পাগলা নিতাই—নিতাই,–যারে দেখে আপন কাছে
তার,–জাতি, কূল, অধিকার কিছু না বাছে—নিতাই,—যারে দেখে আপন কাছে
দন্তে তৃণ গলবাসে,–করযোড়ে নাম-প্রেম যাচে—নিতাই,–যারে দেখে

আপন কাছে
আমার,–দাতা-শিরোমণি নিতাই

ভাই রে,–এমন দাতা আর কেহ নাই—আমার,–দাতা-শিরোমণি নিতাই

‘‘দান কৈল জগত ভরিয়া।।’’

বলে,–আয় কে তোরা প্রেম নিবি রে

নিতাই আমার,–ডাকে বাহু ঊর্দ্ধ করে—বলে,–আয় কে তোরা প্রেম নিবি রে
বয়ান ভাসে নয়ন-নীরে—বলে,–আয় কে তোরা প্রেম নিবি রে
আমায়,–বিনামূলে কিনিবি রে—বলে,–আয় কে তোরা প্রেম নিবি রে [মাতন]

‘‘দান কৈল জগত ভরিয়া।।’’
‘‘নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি। রে !
আনিয়া প্রেমের বন্যা ভাসাল অবনি।। রে !!
প্রেমবন্যা লইয়া নিতাই আইলা গৌড়দেশে।’’ রে !


নিতাই আইলা গৌড়দেশে
শিরে ধরি’ গৌরাঙ্গ-অদেশে—নিতাই আইলা গৌড়দেশে

‘‘প্রেমবন্যা লইয়া নিতাই আইলা গৌরদেশে। রে !
ডুবিল ভকতগণ দীন-হীন ভাসে।।’’ রে !!

যত দুঃখী কাঙ্গাল ছিল

সবাই,–প্রেমধনে ধনী হল—যত দুঃখী কাঙ্গাল ছিল

[মাতন]
বিহরে আমার পাগলা নিতাই

এই,–সুরধুনীর তীরে তীরে—বিহরে আমার পাগলা নিতাই

এই,–‘‘ভাগীরথীর তীরে আছে যত যত গ্রাম। রে !
সর্ব্বত্র বিহরে আমার নিত্যানন্দ-রাম।।’’ রে !!

জগৎ ভাসল প্রেমের বন্যায়

আমার,–নিতাইচাঁদের করুণায়—জগৎ ভাসল প্রেমের বন্যায়

[মাতন]
বিহরে আমার পাগলা নিতাই

এই,–সুরধুনীর কূলে কূলে—বিহরে আমার পাগলা নিতাই

নিতাই,–যারে দেখে তারে বলে

গৌর-প্রেমের পাগলা নিতাই—নিতাই,–যারে দেখে তারে বলে

ভাবাবেশে নিতাই বলে

‘‘শ্রীরাধারমণ, রমণী-মনো-মোহন
বৃন্দাবন-বনদেবা।’’

আমার প্রাণের রাধারমণ

শ্রী,–বৃন্দাবিপিন-বিহারী—আমার প্রাণের রাধারমণ
ও-সে,–রসময় বংশীধারী—আমার প্রাণের রাধারমণ

শ্রী,–‘‘বৃন্দাবন-বনদেবা।
অভিনব-রাস,- রসিকবর নাগর’’,

নিতুই নিতুই নব নব

ভাবাবেশে নিতাই বলে—নিতুই নিতুই নব নব
আমার প্রাণের রাধারমণ—নিতুই নিতুই নব নব

নব নব বিভ্রম-শালী

বৃন্দা,–বিপিন-বিহারী বনমালী—নব নব বিভ্রম-শালী
বরজ,–যুবতী-কূলে দিতে কালি—নব নব বিভ্রম-শালী

‘‘অভিনব-রাস,- রসিকবর নাগর।
ব্রজ,–নাগরীগণ-কৃত-সেবা।।’

নিশিদিশি সেব্যমান

ব্রজ,–নাগরীগণ-কৃত—নিশিদিশি সেব্যমান

গোপাল—চূড়ামণি

গোপস্ত্রী-পরিসেবিত—গোপাল-চূড়ামণি

ব্রজ,–‘‘নাগরীগণ-কৃত-সেবা।।
‘‘ব্রজপতি-দম্পতী,– হৃদয় আনন্দন,’’

মা-যশোদার নীলমণি

আমার প্রাণের রাধারমণ—মা-যশোদার নীলমণি

দণ্ডে দশবার খায় নবনী

বিশুদ্ধ,–বাৎসল্য-প্রেমার বশে—দণ্ডে দশবার খায় নবনী

নন্দ-হৃদি আনন্দদ

শ্যাম নবজলদ—নন্দ-হৃদি আনন্দদ

নয়নাভিরাম

বরজ-বাসীগণ—নয়নাভিরাম নবঘন শ্যাম—নয়নাভিরাম

‘‘ব্রজপতি-দম্পতী,- হৃদয় আনন্দন,
নন্দন-নবঘন শ্যাম।
নন্দীশ্বর পুর, পুরট পটাম্বর,’’

নন্দীশ্বর-পুর-বাসী

আমার বরজ-শশী—নন্দীশ্বর-পুর-বাসী

পীতাম্বর-ধর

শ্যাম-সুন্দর—পীতাম্বর-ধর

থির,–বিজুরী-জড়িত নবঘনে

শ্যাম-অঙ্গে পীতাম্বর-যেন থির,–বিজুরী-জড়িত নবঘনে

‘‘নন্দীশ্বর পুর, পুরট পটাম্বর,
রামানুজ গুণধাম।।’’

বলরামের ছোট ভাই

আবেশ বলেন নিতাই-সুন্দর—বলরামের ছোট ভাই
আমার প্রাণের রাধারমণ—বলরামের ছোট ভাই

আপনা ভুলেছে

ভাবাবেশে নিতাই আমার—আপনা ভুলেছে
আপনি বলাই তা—ভুলে যে গেছে গো

বলরামের ছোট ভাই
আদর করে সদাই ডাকে

কা-কা-কাহ্নাইয়া—আদর করে সদাই ডাকে
‘কা-কা-কাহ্নাইয়া’—
আরে আরে মেরো ভেইয়া—কা-কা-কাহ্নাইয়া

[মাতন]
আদর করে সদাই ডাকে

‘‘রামানুজ গুণধাম।।
শ্রীদাম-সুদাম,- সুবল-সখা সুন্দর,’’

শ্রীদামের উচ্ছিষ্ট-ভোজী

আমার প্রাণের রাধারমণ—শ্রীদামের উচ্ছিষ্ট-ভোজী
বিশুদ্ধ-সখ্য-প্রেমার বশে—শ্রীদামের উচ্ছিষ্ট-ভোজী

আধ খেয়ে আধ খাওয়ায়
খেতে খেতে বেঁধে রাখে

বনফল মিঠ লাগল—খেতে খেতে বেঁধে রাখে

বলে,–আর ত’ খাওয়া হল না

এ-যে বড় মিঠ লাগল—বলে,–আর ত’ খাওয়া হল না
আধ থাক ভাই কানাইকে দিব—বলে,–আর ত’ খাওয়া হল না

ধড়ার,–অঞ্চলে বেঁধে রাখে

কত যতন করে—ধড়ার,–অঞ্চলে বেঁধে রাখে

ছুটে এসে তুলে দেয়

বাম-করে গলা জড়ায়ে ধরে—ছুটে এসে তুলে দেয়

বলে,–খা রে আমার প্রাণ-কানাই

অনিমিখে বদন চেয়ে—বলে,–খা রে আমার প্রাণ-কানাই
এ-যে,–বড় মিঠ-ফল ভাই—বলে,–খা রে আমার প্রাণ-কানাই

শ্রীদামের উচ্ছিষ্ট-ভোজী
সুবলের মরম-সখা

শ্যাম ত্রিভঙ্গ-বাঁকা—সুবলের মরম-সখা
রাই-বিরহে প্রাণ-রাধা—সুবলের মরম-সখা

[মাতন]
ব্রজ-রাখালের পরাণ

কালীয়-দমন শ্যাম—ব্রজ-রাখালের পরাণ

‘‘চন্দ্রক-চারু-অবতংস।’’

বিনোদ বিনোদ বিনোদ দোলে

বিনোদিয়ার বিনোদ-চূড়া—বিনোদ বিনোদ বিনোদ দোলে
বিনোদ-দায়ে বিনোদ-বরিহা—বিনোদ বিনোদ বিনোদ দোলে

মুরছি পড়ে ভূমিতলে

চূড়ার দোলন দেখে মদন—মূরছি পড়ে ভূমিতলে

মকর-কুণ্ডল দোলে

তার যুগল-কর্ণে—মকর-কুণ্ডল দোলে

কুণ্ডল দোলে গো

মকরাকৃতি—কুণ্ডল দোলে গো

মুখ ব্যাদান করে দোলে

মকরাকৃতি কুণ্ডল—মুখ ব্যাদান করে দোলে
মনো-মীন গিলিবে বলে—মুখ ব্যাদান করে দোলে
‘মনো-মীন গিলিবে বলে’—
বরজ-ললনার-মনো-মীন গিলিবে বলে

[মাতন]
মুখ ব্যাদান করে দোলে

‘‘চন্দ্রক-চারু-অবতংস।
গোবর্দ্ধন-ধর, ধরণী-সুধাকর,’’

বামকরে গিরি-ধরা

ব্রজবাসী রক্ষা-করা—বামকরে গিরি-ধরা

বরজ-সুধাকর

লীলামৃত-রসপুর—বরজ-সুধাকর

তাপ-বিমোচন

শ্রী,–নন্দকূল-চন্দ্রমা—তাপ-বিমোচন
ব্রজ,–তরুণী-লোচন—তাপ-বিমোচন

[মাতন]

‘‘মুখরিত মোহন-বংশ।।’’

বেণু-বাদন-পর

নবকৈশোরনটবর—বেণু-বাদন-পর
‘নবকৈশোর নটবর’—
গোপবেশ বেণুকর—নবকৈশোর নটবর

[মাতন]
বেণু-বাদন-পর
সে,–বেণু বাজায় গো

ধীর-সমীরে যমুনা-তীরে—সে,–বেণু বজায় গো
বংশীবট-তটে—সে,–বেণু বাজায় গো
‘বংশীবট-তটে’—
ধীর-সমীরে যমুনা-নিকটে—বংশীবট-তটে

[মাতন]
বেণু বাজায় গো

মধুর-পঞ্চম-তানে—বেণু বাজায় গো
ললিত-ত্রিভঙ্গ-ঠামে—বেণু বাজায় গো
‘ললিত-ত্রিভঙ্গ-ঠামে’—
বংশীবট হেলনে—ললিত-ত্রিভঙ্গ-ঠামে

[মাতন]
বেণু বাজায় গো
চৌদ্দভূবন আকর্ষিত

সেই মধুর-বেণুরবে—চৌদ্দভূবন আকর্ষিত

প্রাণ পণে প্রাণ টানে

বেণু-ধ্বনি পশি’ শ্রবণে—প্রাণ পণে প্রাণ টানে
ধ্বনি পশিয়া মরম—স্থানে—জগবাসীর প্রাণ টানে

[মাতন]
চৌদ্দভূবন আকর্ষিত
যোগী যোগ ভুলে গো

মুনি-জনার ধ্যান টলে—যোগী যোগ ভুলে গো

বিপরীত-ধর্ম্ম ধরে

সেই মধুর-রেণুরবে—বিপরীত—ধর্ম্ম ধরে

হয়,–সচল অচল, অচল সচল

হয়,–তরল কঠিন, কঠিন তরল—হয়,–সচল অচল, অচল সচল
শ্যামের মুরলীর গানে—হয়,–সচল অচল, অচল সচল

পবনের গতি রোধ হয়
গিরিরাজ চলে গো
যমুনা উজান চলে

শ্যামের,–মোহন-মুরলীর রোলে—যমুনা উজান চলে
উত্তাল-তরঙ্গ-ছলে—নেচে নেচে উজান চলে

মকর-মীন নাচে গো

যমুনার জলে হেলে দুলে—মকর-মীন নাচে গো
‘যমুনার জলে হেলে দূলে’—
মোহন-মূরলী-রোলে—যমুনার জলে হেলে দুলে

[মাতন]
মকর-মীন নাচে গো
মৃত-তরু মুঞ্জরে

শ্যামের,–মোহন-মুরলী-স্বরে—মৃত-তরু মুঞ্জরে

হয়,–তরু-লতা পুলকিত

শ্যামের, –মুরলীর গানে—হয়,–তরু-লতা পুলকিত

হয়,–পুষ্পিত ফলিত

ব্রজের যত তরু-লতা—হয়,–পুষ্পিত ফলিত
নব নব ফুল-ফলে—হয়,–পুষ্পিত ফলিত

ষড়্‌ঋতুর উদয় হয়

একই কালে—ষড়ঋতুর উদয় হয়

পাষাণ গলিয়া যায়

শ্যামের,–মোহন-মুরলীর স্বরে—পাষাণ গলিয়া যায়

ত্যজি’ নিজ-কূলে গো

ধায়,–কাননে ব্রজ-কামিনী—ত্যজি’ নিজ-কুলে গো
‘ধায়,–কাননে ব্রজ-কামিনী’—
আমার,–প্রাণ-বল্লভ কৃষ্ণ বলে—ধায়,–কাননে ব্রজ-কামিনী

[মাতন]
ত্যজি’ নিজ-কুলে গো

‘‘মুখরিত মোহন-বংশ।।
কালীয়-দমন, গমন জিতি কুঞ্জর
কুঞ্জ রচিত রতি-রঙ্গ।’’

অপ্রাকৃত নবীন-মদন

আমার প্রাণের রাধারমণ—অপ্রাকৃত নবীন-মদন

সাক্ষাৎ,–মন্মথ-মন্মথ
মন্মথের মন মথে

চড়ি’ গোপীর মনোরথে—মন্মথের মন মথে

নাম ধরে মদন-মোহন
কন্দর্প-দর্পহারী

রাসরস-বিহারী—কন্দর্প-দর্পহারী

কেলিরস-বিনোদিয়া

নাগর রসিয়া—কেলিরস-বিনোদিয়া

কেলিরস-তৎপর

রাস-রসিক-বর—কেলিরস-তৎপর
মদন-দরপ-হর—কেলিরস-তৎপর

কেলিরস-ভূপতি

শৃঙ্গার-রসময়-মূরতি—কেলিরস-ভূপতি

[মাতন]
আমার,–পাগ্‌লা নিতাই কেঁদে বলে

এই,–জগবাসীর দ্বারে দ্বারে—আমার,–পাগ্‌লা নিতাই কেঁদে বলে

তোমরা,–জান না কি নদীয়াবাসী

আমার,–গোবিন্দ গৌরাঙ্গ হল—তোমরা,–জান না কি নদীয়াবাসী

‘‘শ্রীনন্দ-নন্দন, গোপীজন-বল্লভ,
শ্রীরাধানায়ক নাগর শ্যাম।
সো শচীনন্দন, নদীয়া,-পুরন্দর,’’

শচীসূত হইল সেই

নন্দের নন্দন যেই—শচীসুত হইল সেই

‘‘নন্দসূত বলি যারে ভাগবতে গায়। রে !
সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য-গোসাঞি।।’’ রে !!
‘‘সো শচীনন্দন, নদীয়া-পুরন্দর,
সুর-মুনিগণ-মনো-মোহন-ধাম।।’’

মাতিল নিতাই রে

গৌরকথা কৈতে কৈতে—মাতিল নিতাই রে
শ্রীগৌরাঙ্গ-প্রেমার ভরে—মাতিল নিতাই রে

পুলকেতে অঙ্গ-ভরা

দুনয়নে শতধারা—পুলকেতে অঙ্গ-ভরা

ভাবাবেশে বলে রে

শ্রীগৌরাঙ্গ-রহস্য—ভাবাবেশে বলে রে

‘‘জয় নিজ-কান্তা,- কান্তি কলবের,
জয় নিজ-প্রেয়সী-ভাব-বিনোদ।’’

রাধাভাব-দ্যুতি-চোরা

আমার প্রাণ-রাধারমণ—রাধাভাব-দ্যুতি-চোরা
তিন বাঞ্ছা পুরাইতে—রাধাভাব-দ্যুতি-চোরা
স্বমাধুর্য্য আস্বাদিতে—রাধাভাব-দ্যুতি-চোরা
চির,–অনর্পিত বিতরিতে—রাধাবাভ-দ্যুতি-চোরা
আপনি,–আচরি ধর্ম্ম শিখাইতে—রাধাভাব-দ্যুতি-চোরা

জান না কি কলি-জীব

আমার,–নিতাই কেঁদে কেঁদে বলে—জান না কি কলি-জীব

অপরূপ রহস্য ভাই রে

আমার,–নিগূঢ়-গৌরাঙ্গ-লীলা—অপরূপ রহস্য ভাই রে
কেঁদে বলে দয়াল-নিতাই—অপরূপ রহস্য ভাই রে

চিরকাল প্রতিজ্ঞা ছিল

অনাদির আদি শ্রীগোবিন্দের—চিরকাল প্রতিজ্ঞা ছিল

আমি তারে তৈছে ভজব

যে আমারে যৈছে ভজবে—আমি তারে তৈছে ভজব

ভজনের প্রতিদান দিব

যে,–আমায় যেমন করে ভজবে—আমি তার,–ভজনের প্রতিদান দিব

সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল

ব্রজ-গোপিকার ভজনে—সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল

প্রতিদান নিতে নারিল

ব্রজ-গোপিকার ভজনের—প্রতিদান দিতে নারিল

ঋণী হয় ভাগবতে কয়
বলতে হল ‘‘ন পারায়ে হম্’’
হৈল ইচ্ছার উদ্‌গম

‘‘কৈছন রাধাপ্রেমা, কৈছন মঘুরিয়া,
কৈছন সুখে তিঁহো ভোর। রে !
এ তিন বাঞ্ছিত-ধন, ব্রজে নহিল পূরণ,
কি করিবে না পাইয়া ওর।। রে !!
ভাবিয়া দেখিল মনে, শ্রী,–রাধার স্বরূপ বিনে,
এ বাসনা পূর্ণ কভু নয়। রে !
তাই,–রাধাভাব-কান্তি ধরি’, রাধাপ্রেম গুরু করি’,
আসি,–নদীয়াতে করল উদয়।।’’ রে !!
‘‘ব্রজ-তরুণীগণ,- লোচন-মঙ্গল,
নদীয়া-বধূগণ-নয়ন-আমোদ।।’’

এবার,–এসেছে রে তোদের তরে

নিতাই,–কেঁদে বলে জীবের দ্বারে দ্বারে—এবার,–এসেছে রে তোদের তরে

বিহরে নদীয়া-পুরী

রাই-কানু এক-দেহ ধরি’—বিহরে নদীয়া-পুরী

পাগ্‌লা নিতাই কেঁদে বলে
এবার,–এসেছে রে তোদের তরে

গোবিন্দ গৌরাঙ্গ হয়ে—এবার,–এসেছে রে তোদের তরে
‘গোবিন্দ গৌরাঙ্গ হয়ে’—
শ্রী,–রাধাভাব-কান্তি লয়ে—গোবিন্দ গৌরাঙ্গ হয়ে

এবার,–এসেছে রে তোদের তরে
আয় কলিহত জীব
আর তোদের ভয় নাই রে
পাপ-তাপ সব আমি নিব

তোদের,–জন্ম-জন্মার্জ্জিত—পাপ-তাপ সব আমি নিব
বিনামুলে বিকাইব—পাপ-তাপ সব আমি নিব
পাপ-তাপের বোঝা নিব—বিকাইব প্রেম দিব
একবার গৌরহরি বোল—বিকাইব প্রেম দিব

[মাতন]
ভাই রে,–চাঁদ নিতাই আমার শুদ্ধস্বর্ণ

গৌর,–অনুরাগ-সোহাগায় শোধন করা—ভাই রে,–চাঁদ নিতাই আমার শুদ্ধস্বর্ণ

আ’মরি,–ধরায় পরশমণির বর্ণ

যারে তারে পরশ করে—আমরি,–ধরায় পরশমণির বর্ণ

ভাই রে,–কে কোথায় শুনেছ

সোণা ছুঁলে পরশ হয়—ভাই রে,–কে কোথায় শুনেছ

জগজনে এই ত’ জানে

পরশ ছুঁলে সোণা হয়—জগজনে এই ত’ জানে

সে-ও,–যারে তারে সোণা করতে নারে

পরশমণি বলে যারে—সে-ও ত’ ধাতুর বিচার করে

এ-যে,–বিপরীত গতি রে

প্রাণ-গৌরাঙ্গের প্রেমরাজ্যে—এ-যে,–বিপরীত গতি রে

এ-যে,–সোণা ছুঁলে পরশ হয়
যারে তারে পরশ করে

আমার,–নিতাই-সোণা পরশ করে—যারে তারে পরশ করে

পরশিতেও হয় না

এমনি আমার নিতাই-সোণা—পরশিতেও হয় না

পরশেরও অপেক্ষা রাখে না

মুখ বলা বা কাণেতে শোনা—পরশেরও অপেক্ষা রাখে না

মুখে বলা বা কাণেতে শোনা

আমার নিতাই-সোণার নাম-মুখে বলা বা কাণেতে শোনা
বললেই হয় বা শুনলেই হয়
হেলায় শ্রদ্ধায় নিতাই নিতাই—বললেই হয় বা শুনলেই হয়

চিত্তদর্পণ মার্জ্জিত হয়

নিতাই নিতাই বলতে শুনতে—চিত্তদর্পণ মার্জ্জিত হয়

হৃদয়ে জাগে রে

নিতাই নিতাই বলতে শুনতে—হৃদয়ে জাগে রে
পরশমণির খনি অমনি,–হৃদয়ে জাগে রে
‘পরশমণির খনি’—
মহাভাব-প্রেম-রসময়—পরশমণির খনি
অখিল-লাবণ্য-মাধুর্য্য-আলয়—পরশমণির খনি

হৃদয়ে জাগে রে

মূর্ত্তিমান হয়ে খনি—হৃদয়ে জাগে রে
‘মূর্ত্তিমান হয়ে’—
কীর্ত্তন-নাটুয়া-বেশে—মূর্ত্তিমান হয়ে
‘কীর্ত্তন-নাটুয়া-বেশে’—
রসাবেশে হেসে হেসে—কীর্ত্তন-নাটুয়া-বেশে

[মাতন]
হৃদয়ে গৌর উদয় হয়

নিতাই নিতাই বলতে শুনতে—হৃদয়ে গৌর উদয় হয়

নিশিদিশি গুণেতে কাঁদায়

হৃদয়ে গৌর উদয় হয়ে—নিশিদিশি শুণেতে কাঁদায়

প্রাকৃত-ভোগ-বাসনা ঘুচায়

গৌর হৃদয়ে,–উদয় হয়ে গুণে কাঁদায়ে—প্রাকৃত-ভোগ-বাসনা-ঘুচায়

দেহাভিমান যায় রে দূরে

দারুণ,–সংসার-বন্ধনের একমাত্র কারণ—দেহাভিমান যায় রে দূরে
গৌর-গুণে ঝুরে ঝুরে—দেহাভিমান যায় রে দূরে

[মাতন]
আর কোন উপায় নাই রে

দেহাভিমান ঘুচাইবার—আর কোন উপায় নাই রে
গৌর বলে কাঁদা বিনে—আর কোন উপায় নাই রে

গোপীভাবামৃতে লুব্ধ করে

গৌর গৌর বলতে বলতে—গোপীভাবামৃতে লুব্ধ করে

রাধাদাসী-অভিমান দেয় রে

গৌর-গুণে ঝুরে ঝুরে—রাধাদাসী-অভিমান দেয় রে
গৌর হৃদয়ে,–উদয় হয়ে গুণে কাঁদায়ে—রাধাদাসী-অভিমান দেয় রে

যুগল-রূপে দেখা দেয় রে

রাধাদাসী-অভিমান দিয়ে—যুগল-রূপে দেখা দেয় রে
রাই-কানু-মিলিত গৌর—যুগল-রূপে দেখা দেয় রে
হৃদি-মণিমন্দিরে—রাধাশ্যাম-রূপে দেখা দেয় রে

বলে দেন ইঙ্গিত করে

পরম-করুণ শ্রীগুরুদেব—বলে দেন ইঙ্গিত করে

নিশিদিশি জপ কর

‘হরে কৃষ্ণ রাম’ নাম—নিশিদিশি জপ কর
রাধাদাসী-অভিমান ধর—নিশিদিশি জপ কর
হৃদয়ে যুগল স্মঙর—নিশিদিশি জপ কর

নিত্যলীলা দেখতে পাবে

রাধাদাসী,–অভিমানে নাম জপে—নিত্যলীলা দেখতে পাবে

যুগল-বিলাস হেরে

যমুনা-পুলিন-বনে—যুগল-বিলাস হেরে

নিত্যলীলা স্ফূর্ত্তি পায় রে

রাধাদাসী,–অভিমানে নাম জপে—নিত্যলীলা স্ফূত্তি’ পায় রে
শ্রীগুরু-আজ্ঞায় নাম জপে—নিত্যলীলা স্ফূর্ত্তি’ পায় রে

যুগল বিলাস হেরে

নিভৃত-নিকুঞ্জ-বনে—যুগল-বিলাস হেরে
গুরুরূপা—সখীর আনুগত্যে—যুগল-বিলাস হেরে
লয়ে যায় তার করেতে ধরে
শ্রীগুরুরূপা-সখীর আনুগত্যে—যুগল-বিলাস হেরে
লয়ে যায় তার করেতে ধরে
শ্রীগুরুরূপা সখী—লয়ে যায়তার করেতে ধরে
শ্রীরাস মণ্ডলের মাঝে—লয়ে যায় তার করেতে ধরে

ইঙ্গিত করে দেখায়ে দেয়
বলে,–ঐ মূরতি কি দেখেছ

যার,–নাম জপে এখানে এলে সেই—বলে,–ঐ মূরতি কি দেখেছ

মূরতিমন্ত নাম-মালা

শ্রীরাসমণ্ডল দেখে—মূরতিমন্ত নাম-মালা

অপরূপ রহস্য ভাই
একমাত্র ভোগ্যনিধি

‘হরে কৃষ্ণ’ নাম-রহস্য—একমাত্র ভোগ্যনিধি

অনেকেই ত’ জপ কর
এ রহস্য কি কেউ বুঝেছ
শ্রীগুরু-কৃপায় সাধক দেখে

মূরতিমন্ত নাম-মালায়-শ্রীগুরু-কৃপায় সাধক দেখে

মাঝে দেখে সুমেরু
অনুভব কর ভাই রে

শ্রীগুরুচরণ হৃদে ধরি’- অনুভব কর ভাই রে
‘হরে কৃষ্ণ’ নাম-রহস্য—অনুভব কর ভাই রে
মহামন্ত্র-নাম-মালা-রহস্য—অনুভব কর ভাই রে

জড়াজড়ি কিশোরী কিশোর

মাঝে দোলে সুমেরু—জড়াজড়ি কিশোরী কিশোর

চারিদিকে নামের মালা
নামের মালা ব্রজবালা

সুমেরু-যুগলকিশোর ঘিরে’—নামের মালা ব্রজবালা

যুগল,–প্রেমসূত্রে গাঁথা আছে

গ্রন্থিরূপে চিকণ-কালা—যুগল,–প্রেমসূত্রে গাঁথা আছে

মাঝে মাঝে বিহরে

নামের মালা-ব্রজবালার—মাঝে মাঝে বিহরে
গ্রন্থিরূপে চিকণ-কালা,–নামের মালা-ব্রজবালার

[মাতন]
মাঝে মাঝে বিহরে
দেখতে দেখতে কিছুই দেখে না
কোন মূর্ত্তি দেখতে পায় না
কেবল দেখে গৌরবর্ণ

আবির্ভাব দেখে—এক,–অপরূপ গৌরবর্ণ
যে’,–গৌরবর্ণের প্রভাবেতে—কোন মূর্ত্তি দেখা যায় না

তখন অত্যন্ত উৎকণ্ঠা বাড়ে

মূরতি দেখিবার তরে—অত্যন্ত উৎকণ্ঠা বাড়ে

কিছু পরে দেখতে পায়

অপরূপ এক গৌর-মূরতি—কিছু পরে দেখতে পায়

দেখে,–অপরূপ এক নব-মূরতি

মাখামাখি পুরুষ-প্রকৃতি—দেখে,–অপরূপ এক নব-মূরতি
যা’,–ব্রজে কখনও দেখে নাই—দেখে,–অপরূপ এক নব-মূরতি

যার,–কিশোরী-বরণ, কিশোর-গঠন
অপরূপ এক নব-মূরতি

রাইএর বরণ শ্যামের গঠন—অপরূপ এক নব-মূরতি

যা,’—রাস-বিলাসের পরিণতি

মহাভাব-প্রেম-রস-ঘনাকৃতি—যা’,–রাস-বিলাসের পরিণতি
মূরতিমন্ত প্রেমবৈচিত্ত্য—যা’,–রাস-বিলাসের পরিণতি

বিলাস-বিবর্ত্ত-মূরতি দেখে
দেখে আমার গৌর-মূরতি

‘হরে কৃষ্ণ’ নামের স্বরূপ—দেখে আমার গৌর-মূরতি

ব্রজ দেখে নদীয়া
শ্রীযমুনা দেখে সুরধুনী
শ্রীরাসমণ্ডল শ্রীবাস-অঙ্গন
মাঝে নাচে শচীনন্দন
চারিদিকে ঘিরে নাচে

সখা-সখী-মিলিত পরিকর—চারিদিকে ঘিরে নাচে

নিগূঢ়-গৌরাঙ্গ-লীলা

যুগলে যুগলে খেলা—নিগূঢ়-গৌরাঙ্গ-লীলা
‘যুগলে যুগলে খেলা’—
গৌর যুগল, পরিকর যুগল—যুগলে যুগলে খেলা

চারিদিকে ঘিরে নাচে

সখা-সখী-মিলিত পরিকর—চারিদিকে ঘিরে নাচে

গৌর আমার পূর্ণ যুগল
পরিকর সব কায়ব্যূহ-যুগল
সকলেই উনমত

কীর্ত্তন-নটন-রঙ্গে—সকলেই উনমত

আয় ভাই আমরা নিতাই ভজি

নিতাই ভজলে এই সকলই পাব—আয় ভাই আমরা নিতাই ভজি

‘‘অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়।’’ রে !


আমার,–‘‘নিতাই জগতময়’’ রে !

আমার,–অতিগূঢ় শ্রীনিত্যানন্দ

এই,–গুপত-গৌরাঙ্গ-লীলায়—আমার,–অতিগূঢ় শ্রীনিত্যানন্দ

যারে জানায় সেই ত’ জানে

আমার,–অতিগূঢ়-নিতাই-ধনে—যারে জানায় সে ত’ জানে
প্রাণ-গৌরাঙ্গ নিজ-গুণে—যারে জানায় সে ত’ জানে

‘‘অতিগূঢ় নিত্যানন্দ এই অবতারে। রে !
শ্রীচৈতন্য যারে জানায় সে জানিতে পারে।।’’ রে !!
আমার,–‘‘নিতাই জগতময়।’’ রে !

আনে বা বল জানবে কেমনে
জানে না গৌরের নিজ-জনে

গৌরহরি, না জানালে নিজ-গুণে—নিতাই-ধনে,–জানে না গৌরের নিজ-গুণে

তার পরিচয় প্রথম-মিলনে

শ্রীনবদ্বীপে শ্রীনিতাই-সনে—প্রাণ-গৌরাঙ্গের প্রথম-মিলনে

পূর্ব্বে ইঙ্গিত করিলেন প্রভু

নিজ-প্রিয়গণের প্রতি-পূবের্ব ইঙ্গিত করিলেন প্রভু
অবিলম্বে নদীয়ায় আসবেন নিতাই—পূর্ব্বে ইঙ্গিত করিলেন প্রভু

যে দিনে আসিলেন প্রভু নিতাই
আসিয়া রহিলেন গোপনে

শ্রীনন্দন-আচার্য্যের ঘরে—আসিয়া রহিলেন গোপনে
প্রাণ-গৌরাঙ্গের ইচ্ছাক্রমে—আসিয়া রহিলেন গোপনে

প্রভাতে উঠি গৌরহরি

নিশিশেষে দেখি স্বপন—প্রভাতে উঠি গৌরহরি

আদেশিলেন নিজ-প্রিয়গণে

করিতে,–নিতাইচাঁদের অন্বেষণে –আদেশিলেন নিজ-প্রিয়গণে

আজ্ঞা পেয়ে গৌরাঙ্গগণ
খুঁজিলেন নদীয়ার ঘরে ঘরে

কিন্তু,–কোথাও দেখতে পেলেন না তাঁরে—খুঁজিলেন নদীয়ার ঘরে ঘরে

আসি’,–নিবেদিলেন করযোড়ে
আমারা,–খুঁজিলাম নদীয়ার ঘরে ঘরে

কোথাও দেখতে,–পেলাম না সে মহাপুরুষবরে—আমরা,–খুঁজিলাম

নদীয়ার ঘরে ঘরে
তখন,–মৃদু-হাসিলেন গৌরহরি

প্রিয়গণের ঐ কথা শুনি—তখন,–মৃদু-হাসিলেন গৌরহরি

মৃদু-হাসিতে এ জানালেন
আমার,–অতিগূঢ় শ্রীনিত্যানন্দ

আমি,–না জানালে কেউ জানতে নারে—আমার,–আতিগূঢ় শ্রীনিত্যানন্দ
আমি,–না দেখালে কেউ দেখতে নারে—আমার,–অতিগূঢ় শ্রীনিত্যানন্দ

তখন,–ভাবাবেশে ঢুলি ঢুলি

শ্রীমুখে,–হরিবোল হরিবোল হরিবোল বলি’—তখন,–ভাবাবেশে ঢুলি ঢুলি
নিজ—প্রিয়গণ মেলি—তখন,–ভাবাবেশে ঢুলি ঢুলি

চলিলেন নিত্যানন্দ-মিলনে
আনন্দ আর ধরে না

আজ,–বহুদিন পরে মিলিবেন বলে—আনন্দ আর ধরে না

উপনীত নন্দন আচার্য্যের ঘরে

শ্রীমুখে,–হরিবোল হরিবোল হরিবোল বলে—উপনীত নন্দন—আচার্য্যের ঘরে

গোপনে ছিলেন নিতাই-সুন্দর

নিজ-ইষ্ট-ধ্যাননন্দে—গোপনে ছিলেন নিতাই-সুন্দর

অকস্মাৎ হইল ধ্যান ভঙ্গ

গৌর,–মুখোদ্‌গীর্ণ-নামের রোলে—অকস্মাৎ হইল ধ্যান ভঙ্গ

প্রাণে প্রাণে জানলেন নিতাই

এসেছেন আমার প্রাণের ঠাকুর—প্রাণে প্রাণে জানলেন নিতাই

নইলে,–আমার প্রাণ ধরে কে বা টানে

আমার প্রাণের ঠাকুর বিনে—নইলে,–আমার প্রাণ ধরে কে বা টানে

উঠি চলিলেন আগুসরি

ভেটিবারে প্রাণ-গৌরহরি—উঠি চলিলেন আগুসরি

অপরূপ সে মিলন-রঙ্গ

শ্রীনন্দন-আচার্য্যের ঘরে—অপরূপ সে মিলন-রঙ্গ

একবারূ ভাই কর রে স্মরণ

হৃদে ধরে শ্রীগুরু-চরণ—একবার ভাই কর রে স্মরণ
এই আমাদের ভাবনার ধন—একবার ভাই কর রে স্মরণ

এই আমাদের ভাবনার ধন

নিতাই-গৌরাঙ্গের মধুর-মিলন –এই আমাদের ভাবনার ধন

[মাতন]
আর,–কারও পদ চলে না

কারও মুখে না সরে ‘রা’—আর,–কারও পদ চলে না
দূর পরস্পর হেরি’—আর,–কারও পদ চলে না

কারও মুখে না সরে ‘রা’—
না চলে ‘পা’ না সরে ‘রা’

দুনয়নে বহে ধারা—না চলে ‘পা’ না সরে ‘রা’
থকিত পারা উঠর হারা—না চলে ‘পা’ না সরে ‘রা’

নদীয়াতে হল প্রকট

যমুনা-তীরের সেই রঙ্গ—নদীয়াতে হল প্রকট

পহিলহি রাগ রে
মধুর-শ্রীব্রজলীলায়
শ্রীকৃষ্ণ বিষয়, শ্রীরাধিকা আশ্রয়
মধুর-নদীয়ালীলায়
শ্রীগৌরাঙ্গ বিষয়, শ্রীনিতাই আশ্রয়
পহিলহি রাগ রে

এ-যে,–নিতাই-গৌরাঙ্গ-লীলার—পহিলহি রাগ রে
নাগর-নাগরী, নাগরী-নাগরেরর—পহিলহি রাগ রে

[মাতন]
দিনে দিনে বাড়বে

অবধি ত কেউ পাবে না—দিনে দিনে বাড়বে

[মাতন]
না চলে ‘পা’ না সরে ‘রা’

হইল দোঁহে,–থাকিত পারা ঠউর হারা—না চলে ‘পা’ না সরে ‘রা’
দুনয়নে বহে ধারা—না চলে ‘পা’ না সরে ‘রা’

[মাতন]
দোঁহার শ্রীঅঙ্গে হল বেকত

সাত্ত্বিক-বিকার যত—দোঁহার শ্রীঅঙ্গে হল বেকত
‘সাত্ত্বিক-বিকার যত’—
কম্প, অশ্রু, পুলকাদি—সাত্ত্বিক-বিকার যত

দোঁহার শ্রীঅঙ্গে হল বেকত

প্রাণ,–গৌরের যত নিতাইএর তত—দোঁহার শ্রীঅঙ্গে হল বেকত

দোঁহার শ্রীঅঙ্গ বিভূষিত

অষ্ট-সাত্ত্বিক-ভূষণেতে—দোহাঁর শ্রীঅঙ্গ বিভূষিত
গৌরের যত নিতাইএর তত—দোঁহার শ্রীঅঙ্গ বিভূষিত

তখন,–চিনিলেন গৌরাঙ্গগণ

দেখি দোঁহার শ্রীঅঙ্গে,–সমান সমান ভাব-ভূষণ—তখন,–চিনিলেন গৌরাঙ্গগণ
অতিগূঢ় নিতাই-ধন—তখন,–চিনিলেন গৌরাঙ্গগণ

তখন,–ভাবাবেশে সবাই বলে

নিতাইচাঁদের বদন চেয়ে—তখন,–ভাবাবেশে সবাই বলে

ওগো,–চিনেছি চিনেছি মোরা

গুপত হল বেকত—ওগো,–নিচেছি নিচেছি মোরা
আজ,–ভাবে বাবে পড়েছে ধরা—ওগো,–চিনেছি চিনেছি মোরা

এই ঠাকুর অবধূত

ওগো,–চিনেছি চিনেছি মোরা—এই ঠাকুর অবধূত
অভিন্ন-চৈতন্য-তনু—এই ঠাকুর অবধূত

[মাতন]
বিহরে নদীয়াপুরে

ভাবাবেশে বলেন গৌরাঙ্গগণ-বিহরে নদীয়াপরে
এক আত্মা দুই দেহ ধরে—বিহরে নদীয়াপুরে

[মাতন]
ভাবাবেশে সবাই বলে

নিতাইচাঁদের বদন চেয়ে—ভাবাবেশে সবাই বলে

‘‘দেখ রে নয়ন-ভরি’ এই নিতাই-সুন্দর। রে !
গৌরাঙ্গ-প্রণয়-রসময়-পুরন্দর।। রে !!
গোরারসে গঠিত এই নিতাই-কলেবল। রে !
গোরারস-কমলের মত্ত-মধুকর।। রে !!
গোরারস-চাঁদের চকোর নিত্যানন্দ। রে !
জীব-হৃদি-তমো-বিনাশের পূর্ণতম-চন্দ্র।।‘ রে !!

হৃদে,–তমোবিনাশের পূর্ণচন্দ্র

কলিহত-জীব-হৃদি—তমোবিনাশের পূর্ণচন্দ্র
ঐ-যে,–মূরতি ধরে এসেছে—হৃদি,–তমোবিনাশের পূর্ণচন্দ্র
জগদ্‌গুরু নিত্যানন্দ—হৃদি,–তমোবিনাশের পূর্ণচন্দ্র

[মাতন]

আমার,–‘‘নিতাই জগতময়।’’ রে !

অনন্ত-ব্রহ্মাণ্ড নিতাইএর প্রকাশ

আমার,–নিতাইএর সত্তায় জগতের সত্তা—অনন্ত-ব্রহ্মাণ্ড নিতাইএর প্রকাশ

এই-ত’—নিতাইচাঁদের স্থূলতত্ত্ব
আরও,–গুঢ়-রহস্য আছে ভাই

আবেশে বলেন ঠাকুর বৃন্দাবন—আরও,–গূঢ়-রহস্য আছে ভাই

‘‘নাগর নিতাই, নাগরী নিতাই, নিতাই-কথা সে কয়।।’’ রে !!

চাঁদ,–নিতাই আমার সকলই জানে

শ্রীগৌরাঙ্গ-বিলাসের তনু নিতাই—চাঁদ,–নিতাই আমার সকলই জানে
প্রাণ,–গৌরাঙ্গের যখন যে ভাব মনে—চাঁদ—নিতাই আমার সকলই জানে

যখন যেমন তেমনি হয় রে

প্রাণ,–গৌরাঙ্গ সুখ দিবার লাগি’—যখন যেমন তেমনি হয় রে
ভাবনিধির ভাব পুষ্টির লাগি’—যখন যেমন তেমনি হয় রে
গৌরাঙ্গ-সুখের খনি নিতাই—যখন যেমন তেমনি হয় রে

নিতাই,–নাগর হয়ে তার পায়ে ধরে যে

প্রাণ,–গৌর যখন মানিনী হয়—নিতাই,–নাগর হয়ে তার পায়ে ধরে রে
‘প্রাণ,–গৌর যখন মানিনী হয়’—
ভাবিনীর ভাবাবেশে—প্রাণ,–গৌর যখন মানিনী হয়

নিতাই,–নাগর হয়ে তার পায়ে ধরে রে

গললগ্নীকৃত-বাসে—নিতাই,–নাগর হয়ে তার পায়ে ধরে রে
অপরাধ ক্ষমা কর বলে—নিতাই,–নাগর হয়ে তার পায়ে ধরে রে

আবার, –কখন গিয়ে দাঁড়ায় বামে
‘‘নিতাই নাগর, রসের সাগর,
সকল-রসের গুরু। রে !
যে যাহা চায়, তারে তাহা দেয়,
বাঞ্ছা-কল্পতরু।।’’
যে যাহা চায় তারে তাহা দেয়

নিতাই,–সকল-রসের আশ্রয়-আলয়—সে যাহা চায় তারে তারা দেয়

[মাতন]
আবার,–বাঞ্ছা পূরণে কল্পতরু

নিতাই অখিল-রসের গুরু—আবার,–বাঞ্ছা পূরণে কল্পতরু
নিত্যানন্দ জগদ্‌গুরু—আবার,–বাঞ্ছা পুরণে কল্পতরু

কর্ত্তব্য বুঝায় জীবে

এই,–নিত্যানন্দ গুরুরূপে—কর্ত্তব্য বুঝায় জীবে

যত দেখ শ্রীগুরুরূপ

কর্ম্মী, জ্ঞানী, যোগী, ভক্ত—যত দেখ শ্রীগুরুরূপ

[মাতন]
পরাভক্তি দেয় জীবে

শ্রী,–নিত্যানন্দ গুরুরূপে—পরাভক্তি দেয় জীবে

[মাতন]
‘‘যে যাহা চায়, তারে তাহা দেয়,
বাঞ্ছা-কল্পতরু।।’’ রে !!
নিতাই,–রাধার সমান, কৃষ্ণে করে মান,
সতত থাকয়ে সঙ্গে। রে !
নিশিদিশি নাই, ফিরয়ে সদাই,
কৃষ্ণকথা-রস-রঙ্গে।। রে !!
বসি বাম-পাশে, মৃদু মৃদু হাসে,
প্রাণনাথ বলি ডাকে।’’ রে !
আমার,–‘‘প্রাণনাথ বলি’ ডাকে।’’ রে।

কতই না গরব করে—আমার,–প্রাণনাথ বলি’ ডাকে রে
চেয়ে,–আড্‌নয়নে গৌর-পানে—আমার,–প্রাণনাথ বলি’ ডাকে রে
‘চেয়ে,–আড়নয়নে গৌর-পানে’—
আধ-বদনে ঘোমটা টেনে—চেয়ে,–আড়নয়নে গৌর-পানে

আমার,–‘‘প্রাণনাথ বলি’ ডাকে।’’ রে।


প্রধানা-নাগরী নিতাই—আমার,–প্রাণনাথ বলি’ ডাকে রে

প্রধানা-নাগরী নিতাই

রসরাজ-গৌরাঙ্গ-নাগরের—প্রধানা-নাগরী নিতাই

নিতাই-রমণ গোরা
নিত্যানন্দ-রমে গোরা

কীর্ত্তন-কেলি-বিলাস-রঙ্গে—নিত্যানন্দ-রমে গোরা
সঙ্কীর্ত্তন-রাসরঙ্গে–নিত্যানন্দ-রমে গোরা
বিলাস-বিবর্ত্ত-বিলাস-রঙ্গে—নিত্যানন্দ রমে গোরা

[মাতন]

“রাধার যেমন, মনের বাসনা,
তেমতি করিয়া থাকে।।” রে!!
সাধন নিতাই, নাগরী নিতাই, নিতাই-কথা সে কয়।। রে!!
সাধন নিতাই, ভজন নিতাই, নিতাই নয়ন-তারা।” রে।
আমার,—নিতাই নয়ন তারা।” রে।


শ্রীগৌরাঙ্গ-প্রেমের মূরতি—আমার,—নিতাই নয়ন-তারা রে
নিতাই বিহনে সব আঁধারিয়া—আমার,–নিতাই নয়ন-তারা রে
“দশ-দিকময়, নিতাই সুন্দর, নিতাই ভূবন-ভরা।।” রে!!

আমার,—কতদিনে সে দিন হবে

তোমরা,—সবে মিলে এই কৃপা কর গো—আমার,—কতদিনে সে দিন হবে
জগত,—নিত্যানন্দ হেরিব—আমার,—কতদিনে সে দিন হবে

যে দিকে চাইব দেখতে পাব

গৌরপ্রেমের মূরতি নিতাই—যে দিকে চাইব দেখতে পাব

‘গৌর ভজ’ বলে কেঁদে বেড়াইছে—যে দিকে চাইব দেখতে পাব
“দশ-দিকময়, নিতাই-সুন্দর, নিতাই ভুবন-ভরা।। রে!!
রাধার মাধুরী, অনঙ্গমঞ্জরী, নিতাই নিতু সে সেবে। রে!!
কোতি শশধর, বদন সুন্দর, সখা-সখী বলদেবে। রে!
রাধার ভগিনী, শ্যাম-সোহাগিনী, সব-সখীগণ-প্রাণ।” রে!!

“সব-সখীগণ-প্রাণ।” রে!

অনঙ্গমঞ্জরী নিতাই—সব-সখীগণ-প্রাণ রে

সেই ত’ আমার গুণের নিতাই

অনঙ্গমঞ্জরী-ভাবে বিভাবিত বলাই–সেই ত’ আমার গুণের নিতাই

“সব-সখীগণ-প্রাণ।” রে!

অনঙ্গমঞ্জরী নিতাই—সব-সখীগণ-প্রাণ রে

তাই,-গরব করে সদাই ফিরে রে

বাহু নাড়া দিয়ে নিতাই—তাই,—গরব করে সদাই ফিরে রে
গরবিণীর কনিষ্ঠা বলে—তাই,–গরব করে সদাই ফিরে রে
নিতাই,–‘‘সব-সখীগণ-প্রাণ।’’ রে !
‘‘যাঁহার লাবণী, মণ্ডপ-সাজনী, শ্রীমণিমন্দির নাম।।’’ রে!!

যার লাবণ্যের মূরতি রে

এ-কি,–কইবার কথা কইব কোথা—যার লাবণ্যের মূরতি রে

মণি-মন্দিররূপ ধরেছে

নিতাইচাঁদের,–লাবণ্য মূর্ত্তিমান্‌ হয়ে—মণি-মন্দিররূপ ধরেছে
গৌর,–গোবিন্দ বিলসিবে বলে—মণি-মন্দিররূপ ধরেছে
‘‘নিতাই-সুন্দরে, যোগপীঠ ধরে, রত্ন-সিংহাসন সেজে।’’ রে !

ভাই রে আমার নিতাই সে-যে

রত্ন-সিংহাহন সেজে—ভাই রে আমার নিতাই সে-যে

সেজেছে নিতাই কতই সাজে

সেবিতে গোরা-রসরাজ—সেজেছে নিতাই কতই সাজে

নাম ধরে নিত্যানন্দ

গৌর-গোবিন্দে দিয়া নিত্য আনন্দ—নাম ধরে নিত্যানন্দ

সকলই যে নিতাই আমার

গৌর-গোবিন্দের যত সেব্য-দ্রব্য—সকলেই যে নিতাই আমার

বিহার-ভূমিরূপে নিতাই আমার

ব্রজমণ্ডল, শ্রীগৌরমণ্ডল—বিহার-ভূমিরূপে নিতাই আমার

স্রোতস্বিনীরূপে নিতাই আমার

শ্রীযমুনা, শ্রীসুরধনী—স্রোতস্বিনীরূপে নিতাই আমার
গৌর, গোবিন্দ কেলি করবে বল—স্রোতস্বিনীরূপে নিতাই আমার
স্নান, পান, কেলি করবে বলে—স্রোতস্বিনীরূপে নিতাই আমার

তরু,–গুল্মরুপে নিতাই আমার

ছায়া দিয়ে সেবা করবে বলে—তরু,–গুল্মরূপে নিতাই আমার
‘ছায়া দিয়ে সেবা করবে বলে’—
পত্র, পুষ্প, ফল—ছায়া দিয়ে সেবা করবে বলে

তরু,–গুল্মরূপে নিতাই আমার
যোগপীঠ নিতাই আমার
মণিমন্দির নিতাই আমার
তাতে,–পুষ্পশয্যা নিতাই আমার

গৌর, গোবিন্দ বিলাসিবে বলে—তাতে,–পুষ্পশয্যা নিতাই আমার

সকলই যে নিতাই আমার

বসন, ভূষণ, ভোজ্য, পেয়—সকলই যে নিতাই আমার

গৌর-গোবিন্দের সেবা করে

নিতাই অনন্তরূপ ধরে—গৌর-গোবিন্দের সেবা করে

সেবে গোরা-রসভূপে

অনন্ত-পরিকররূপে—সেবে গোরা-রসভূপে

আমার নিত্যানন্দ-দেহ

আমার আমার আমার আমার—আমার নিত্যানন্দ-দেহ
গৌর-সেবা-বিগ্রহ—আমার নিত্যানন্দ-দেহ

নিত্যানন্দরূপে বিহরে

গৌর-সেরা মূরতি ধরে—নিত্যানন্দরূপে বিহরে

আমার প্রভু নিত্যানন্দ

গৌর-করুণা-রস মূরতিমন্ত—আমার প্রভু নিত্যানন্দ

আমার নিতাই-কলেবর

আমার আমার আমার আমার—আমার নিতাই-কলেবর
শ্রীগৌরাঙ্গ-বিলাসের ঘর—আমার নিতাই-কলেবর

আমার নিতাইএর তনুখানি

শ্রী,–গৌরাঙ্গ-ক্রীড়ার বসতিভূমি—আমার নিতাইএর তনুখানি
প্রাণ-গৌরাঙ্গের রঙ্গ-ভূমি—আমার নিতাইএর তনুখানি

[মাতন]
নিতাই-দেহ-কুঞ্জ-কুটিরে

রসরাজ-গৌরাঙ্গ বিহরে—নিতাই-দেহ-কুঞ্জ-কুটিরে

নিতাই,–দেহ –কেলিপারাবারে

রসের গোরা সুখে সাঁতারে—নিতাই,–দেহ-কেলিপারাবারে

[মাতন]
আমার নিতাই গুণমাণি

শ্রীগৌরাঙ্গ-সুখের খনি—আমার নিতাই গুণমণি

কেউ নাই আমার নিতাই বিনে

সুখ দিতে গৌরাঙ্গ-ধনে—কেউ নাই আমার নিতাই বিনে

[মাতন]
নিতাই ওড়ন নিতাই পাড়ন

নিতাই-বূকে গোরার শয়ন—নিতাই ওড়ন নিতাই পাড়ন

[মাতন]

‘‘বসন নিতাই, ভূষণ নিতাই, বিলাসে সখীর মাঝে।। রে !!
কি কহিব আর, নিতাই সবার, আঁখি, মুখ, সর্ব্ব-অঙ্গ। রে !
নিতাই নিতাই, নিতাই নিতাই, নিতাই নূতন-রঙ্গ।। রে !!

চাঁদ,–নিতাই আমার নূতন–রঙ্গ

গুপত-গৌরাঙ্গ-লীলায়—চাঁদ,–নিতাই আমার নূতন-রঙ্গ
মিলিত বলাই অনঙ্গমঞ্জরী-সঙ্গ—চাঁদ,–নিতাই আমার নূতন-রঙ্গ
অন্তরঙ্গ-বিলাস-অঙ্গ—চাঁদ,–নিতাই আমার নূতন-রঙ্গ

[মাতন]

অন্তরঙ্গ-খেলার অঙ্গ—চাঁদ,–নিতাই আমার নূতন-রঙ্গ

বল ভাই নিতাই নিতাই

পঞ্চ তত্ত্বময় নিতাই—বল ভাই নিতাই নিতাই

‘‘নিতাই বলিয়া, দু’বাহু তুলিয়া, চলিব বরজ-পুরে।’’ রে !

আমাদের,– ব্রজে যাবার এই ত’ সাধন

নিতাই-গুণ কীর্ত্তন নর্ত্তন—আমাদের,–ব্রজে যাবার এই ত’ সাধন
যে যা জানে সে তাই করুক—আমাদের,–ব্রজে যাবার এই ত’ সাধন

আমার,–নিতাই ভজে ব্রজে যাব

গৌর-রহস্য ভোগের লাগি’,–
মহা,–রাস-বিলাসের পরিণতি—গৌর-রহস্য ভোগের লাগি’

আমার,–নিতাই ভজে ব্রজে যাব
নিতাই ভজে গোপী হব
রাধাদাসী নাম ধরাব
নিতুই নিতুই মিলাইব

নিভৃত-নিকুঞ্জে যুগল—নিতুই নিতুই মিলাইব
অভিসারে রাই কানু—নিতুই নিতুই মিলাইব

তেমনি করে আবার এস

হা নিতাই প্রভু নিতাই—তেমনি করে আবার এস
জগজীবের গোচর হয়ে—তেমনি করে আবার এস

তোমারে ত’ করেছেন আজ্ঞা

হাতে ধরে কেঁদে কেঁদে—তোমারে ত’ করেছেন আজ্ঞা

নিতাই,–‘‘এই নিবেদন তোরে, নয়নে দেখিবে যারে,
কৃপা করি লওয়াইও নাম।।
কৃত-পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ডী আর,
কেহ যেন বঞ্চিত না হয়।
শমন বলিয়া ভয়, জীবে যেন নাহি হয়,
সুখে যেন হরিনাম লয়।।
কুমতি তার্কিক জন, পড়ুয়া অধমগণ,
জন্মে জন্মে ভকতি-বিমুখ।’’

তারা,–তর্কনিষ্ঠ অভিমানী

অবিদ্যামদে অন্ধ—তারা,–তর্কনিষ্ঠ অভিমানী

তাদের বঞ্চিত করো না নিতাই

তারা,–অভিমানী বলে যেন—তাদের বঞ্চিত করো না নিতাই

তাদের,–‘‘প্রেমধন দান করি, বালক, বৃদ্ধ, পুরুষ, নারী,
খণ্ডাইও সবাকার দুঃখ।।’’

জীবের,–দারিদ্রতা ঘুচাও গিয়ে

যাও,–যাও নিতাই ত্বরা করি—জীবের,–দারিদ্রতা ঘুচাও গিয়ে

জগমাঝে সে দরিদ্র

হউ্‌ক না কেন,–ধনী, মানী, কুলীন, পণ্ডিত—জগ-মাঝে সেই দারিদ্র
যার,–নাই কৃষ্ণ-প্রেমধন—জগ-মাঝে সে দরিদ্র

[মাতন]
তাদের,–দারিদ্রতা ঘুচাও গিয়ে

সেধে যেচে নাম-প্রেম দিয়ে—তাদের,–দারিদ্রতা ঘুচাও গিয়ে

[মাতন]
আমার,–বিশ্বম্ভর-নাম পূর্ণ কর

হাতে ধরে কেঁদে বলছেন প্রভু—আমার,-বিশ্বম্ভর-নাম পূর্ণ কর
যাও,–যাও নিতাই ত্বরা করি’—আমার,–বিশ্বম্ভর-নাম পূর্ণ কর
নাম-প্রেম দিয়ে বিশ্ব ভর—আমার,–বিশ্বম্ভর-নাম পূর্ণ কর

[মাতন]
কৈ নিতাই তা হল কৈ
এখনও যে অনেক বাকী

আজ্ঞা-পালন হয় নাই তোমার—এখনও যে অনেক বাকী
আমরা,–দেশ-বিদেশে ঘুরে দেখলাম—এখনও যে অনেক বাকী
‘দেশ-বিদেশে ঘুরে দেখলাম—
তোমার,–কৃপা ভোগ করিবার লাগি’—দেশ-বিদেশে ঘুরে দেখলাম

এখনও যে অনেক বাকী
কতদিনে পূর্ণ হবে

হা নিতাই প্রভু নিতাই—কতদিনে পূর্ণ হবে
প্রাণ-গৌরাঙ্গের মুখের কথা—কতদিনে পূর্ণ হবে

শ্রীমুখে বলেছেন গৌরহরি

এই,–‘‘পৃথিবীর মধ্যে আছে যত দেশে গ্রাম। রে !
সর্ব্বত্র প্রচার হইবে মোর নাম।।’’ রে !!

সে-দিনের আর কদিন বাকী

আমার দেখতে পাব না কি—সে-দিনের আর ক’দিন বাকী

সকল-সুখেই বঞ্চিত মোরা

হা নিতাই প্রভু নিতাই—সকল সুখেই বঞ্চিত মোরা

বঞ্চিত হয়েছি মোরা

শ্রীগুরু-গৌরাঙ্গ-লীলায়—বঞ্চিত হয়েছি মোরা

তথাপি প্রাণ কাঁদছে
আশাপথ চেয়ে আছি

দগ্ধ-হৃদয় জুড়াবার তরে—আশাপথ চেয়ে আছি

সে-দিনের আর কদিন বাকী

আমরা দেখতে পাব না কি—সে-দিনের আর কদিন বাকী
হা নিতাই প্রভু নিতাই—সে-দিনের আর কদিন বাকী

চাই না তোমার গৌর চাই না

গৌর,–পাবার আমাদের অধিকার নাই—চাই না তোমার গৌর চাই না

কোন গুণে গৌরাঙ্গ পাব

দুবর্বাসনার কিঙ্কর মোরা—কোন গুণে গৌরাঙ্গ পাব
কপটতার মূরতি মোরা—কোন গুণে গৌরাঙ্গ পাব
অভিমানের খনি মোরা—কোন গুণে গৌরাঙ্গ পাব
প্রতিষ্ঠার কিঙ্কর মোরা—কোন গুণে গৌরাঙ্গ পাব
শ্রীরূপ,–সনাতনের সাধনের ধন—কোন গুণে গৌরাঙ্গ পাব
দাস,–রঘুনাথের সাধ্য-নিধি—কোন গুণে গৌরাঙ্গ পাব
গৌর পাবার কোনও আশা নেই—কোন গুণে গৌরাঙ্গ পাব

এই মনের বাসনা

পুরাও আমার নিতাই-সোণা—এই মনের বাসনা

একবার দেখে মরতে সাধ
যেখানে যাব দেখতে পাব
ঘরে ঘরে সবাই ঝুর্‌ছে

ম্লেচ্ছ-যবনাদি নর-নারী—ঘরে ঘরে সবাই ঝুরছে
কোথায়,–সোণার গৌর প্রভু বলে—ঘরে ঘরে সবাই ঝুঁরছে

[মাতন]
জগবাসী নরনারী
কাঁদবে দেহ পাসরি

পরস্পর গলা ধরি’—কাঁদবে দেহ পাসরি’
বলে প্রাণ-গোরহরি—কাঁদবে দেহ পাসরি’

[মাতন]
এই বাসনা পুরাও নিতাই

পাগল হয়ে বেড়াই সদাই—এই বাসনা পুরাও নিতাই
‘পাগল হয়ে বেড়াই সদাই’—
মিলে সব ভাই ভাই—পাগল হয়ে বেড়াই সদাই

‘‘ভজ, নিতাই গৌর রাধে শ্যাম।
জপ, হরে কৃষ্ণ হরে রাম।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ